মুম্বই : কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন জাভেদ আখতার । তার ভিত্তিতে এবার অভিনেত্রীকে নতুন করে সমন পাঠাল আন্ধেরির জেলা আদালত ।
জুহু থানায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে তলব করেছিল জুহু পুলিশ । কিন্তু, সমন পেয়েও হাজিরা দেননি তিনি । এরপরই তাঁকে নতুন করে সমন পাঠাল আদালত ।
এই ঘটনার সূত্রপাত হয়েছিল অনেক আগেই । হৃত্বিক রোশনের সঙ্গে কঙ্গনার ঝামেলা কারও অজানা নয় । কঙ্গনার অভিযোগ, সেই বিবাদের সময় নিজেদের দীর্ঘদিনের বন্ধু রোশন পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁকে রীতিমতো ‘শাসিয়েছিলেন’ জাভেদ । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কঙ্গনা বলেছিলেন, "এক সময় জাভেদ তাঁর বাড়িতে আমায় ডাকেন । বলেন রাকেশ রোশন আর তাঁর পরিবার খুবই ক্ষমতাশালী । তাই আমার উচিত অবিলম্বে ওঁদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া । ক্ষমা না চাইলে আমার কোথাও যাওয়ার নেই । আমাকে জেলে যেতে হবে । আমি ধ্বংস হয়ে যাব । আত্মহত্যা ছাড়া আমার আর কোনও পথ খোলা থাকবে না ।"
এছাড়া সুশান্তের মুত্যু মামলাতেও জাভেদের নাম জড়িয়েছিলেন কঙ্গনা । বলেছিলেন, "বলিউড পরিচালিত হয় মাফিয়ার দ্বারা । জাভেদ আখতারও সেই মাফিয়াদের একটা অংশ ।" কঙ্গনার এই বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি জাভেদ । এ প্রসঙ্গে তিনি বলেন, "ওই ভিডিয়োতে কঙ্গনা আমার সম্পর্কে যে মন্তব্য করেছে তা অপমানজনক । ভিডিয়োটি বহু মানুষ দেখেছেন । এভাবে আমার সম্মান নষ্ট করা হচ্ছে ।" এই অভিযোগ তুলে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন তিনি ।