ETV Bharat / sitara

"কারা সুশান্ত আর দিশার হত্যা করেছে আন্দাজ করাই যায়" - কঙ্গনা রানাওয়াতের খবর

বললেন কঙ্গনা রানাওয়াত । সুশান্ত সিং রাজপুত ও দিশা সলিয়ানের হত্যার পিছনে কারা রয়েছে তা তিনি ভালোমতোই আন্দাজ করতে পারছেন । যারা গণতন্ত্রের কণ্ঠরোধ করছেন, তারাই রয়েছেন এর পিছনে...ধারণা অভিনেত্রীর ।

kangana ranaut supports Arnab Goswami
kangana ranaut supports Arnab Goswami
author img

By

Published : Nov 6, 2020, 12:26 PM IST

মুম্বই : অর্ণব গোস্বামী গ্রেপ্তার হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় সরব কঙ্গনা রানাওয়াত । আর এবার এই গ্রেপ্তারির ঘটনার সঙ্গে সুশান্ত-দিশার মৃত্যুকেও মিলিয়ে দিলেন অভিনেত্রী ।

টুইটারে কঙ্গনা লিখেছেন, "আমরা আন্দাজ করতেই পারি, সুশান্ত আর দিশার হত্যার পিছনে কারা রয়েছে । বলিউডের মাদকচক্র, শিশুপাচারের ব্যবসা, মাফিয়া কালচারের বিরুদ্ধে যারা গলা তুলেছেন, প্রত্যেকের কণ্ঠরোধ করা হয়েছে ।"

দেখে নিন কঙ্গনার পোস্ট...

  • We can only imagine who all are involved in Sushant’s and Disha murders, Bullydawood’s drug racket and child trafficking business, every voice against the mafia is being choked #ReleaseArnabNow

    — Kangana Ranaut (@KanganaTeam) November 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্ণব গ্রেপ্তার হওয়ার দিনই কঙ্গনা একটি ভিডিয়ো শেয়ার করে মহারাষ্ট্র সরকারের উদ্দেশে বলেন যে, পাপ্পু সেনার মতো কাজ করলে তাদের পাপ্পু সেনাই বলা হবে । নিজেদের (কঙ্গনা নিজে ও অর্ণব) "শহিদ" বলে উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছিলেন যে, একজনকে দমিয়ে দিলে আর একজন ঠিক এগিয়ে আসবে...জিততে পারবেন না সোনিয়া সেনার সদস্যরা ।

শুধু এটুকুই নয়, #ReleaseArnabNow বলে একটি ক্যাম্পেনও শুরু করেছেন কঙ্গনা ।

মুম্বই : অর্ণব গোস্বামী গ্রেপ্তার হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় সরব কঙ্গনা রানাওয়াত । আর এবার এই গ্রেপ্তারির ঘটনার সঙ্গে সুশান্ত-দিশার মৃত্যুকেও মিলিয়ে দিলেন অভিনেত্রী ।

টুইটারে কঙ্গনা লিখেছেন, "আমরা আন্দাজ করতেই পারি, সুশান্ত আর দিশার হত্যার পিছনে কারা রয়েছে । বলিউডের মাদকচক্র, শিশুপাচারের ব্যবসা, মাফিয়া কালচারের বিরুদ্ধে যারা গলা তুলেছেন, প্রত্যেকের কণ্ঠরোধ করা হয়েছে ।"

দেখে নিন কঙ্গনার পোস্ট...

  • We can only imagine who all are involved in Sushant’s and Disha murders, Bullydawood’s drug racket and child trafficking business, every voice against the mafia is being choked #ReleaseArnabNow

    — Kangana Ranaut (@KanganaTeam) November 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্ণব গ্রেপ্তার হওয়ার দিনই কঙ্গনা একটি ভিডিয়ো শেয়ার করে মহারাষ্ট্র সরকারের উদ্দেশে বলেন যে, পাপ্পু সেনার মতো কাজ করলে তাদের পাপ্পু সেনাই বলা হবে । নিজেদের (কঙ্গনা নিজে ও অর্ণব) "শহিদ" বলে উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছিলেন যে, একজনকে দমিয়ে দিলে আর একজন ঠিক এগিয়ে আসবে...জিততে পারবেন না সোনিয়া সেনার সদস্যরা ।

শুধু এটুকুই নয়, #ReleaseArnabNow বলে একটি ক্যাম্পেনও শুরু করেছেন কঙ্গনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.