ETV Bharat / sitara

এক অন্য পৃথিবীর অপেক্ষায় বসে কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

কঙ্গনা রানাওয়াতের টুইট মানেই বিতর্ক, একে অপরকে কাদা ছোড়াছুড়ি । তবে একটু অন্য ধরনের পোস্ট করলেন অভিনেত্রী । সকালটা বেশ একটা আলাদা সুরে শুরু করলেন তিনি ।

Kangana ranaut on social media
Kangana ranaut on social media
author img

By

Published : Sep 24, 2020, 8:17 AM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াত মানেই 'পাঙ্গা' । একথা আমরা নয়, কঙ্গনা নিজেই একটি টক শোয়ে এসে বলেছিলেন । তিনি মুখ খুললেই অভিযোগ, প্রতিবাদ, বিতর্ক, কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যাবে । তবে আজকের সকালটা একটু অন্যভাবে করলেন অভিনেত্রী । মিষ্টি সুরে শেয়ার করলেন কিছু দার্শনিক কথাবার্তা ।

আয়নার সামনে মেকআপ করছেন কঙ্গনা । ঠোঁটে লাগিয়ে নিচ্ছে গাঢ় রঙ । আইনাইনার আর আই-শ্যাডোতে সুন্দর করে সাজানো তাঁর চোখ । তাঁকে এভাবে দেখেই যেন এক অভিনেত্রীর গল্প কানে ভেসে আসে, এক তারকার জীবন উদ্ভাসিত হয় চোখের সামনে ।

ছবিটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "আমি সবসময় এক অন্য পৃথিবীর অপেক্ষায় থেকেছি, যেটা এই পৃথিবী থেকে অনেক বড় । একটা দৃষ্টিভঙ্গির অপেক্ষায় থেকেছি, যেটা আমার থেকে আলাদা । একটা ভালোবাসার অপেক্ষায় থেকেছি, যেটা গ্রহণ করলে আমি নিজেকেই বেশি করে খুঁজে পাব ।"

লাইট-অ্যাকশন-ক্যামেরার সেই শব্দ শোনার জন্য়ও অপেক্ষায় রয়েছেন কঙ্গনা । তাঁর এই পোস্ট বেশ দার্শনিক ভাবনায় তৈরি, অন্য় পোস্টের থেকে অনেকটাই আলাদা ।

দেখে নিন...

  • I long for a world beyond this world, a perspective other than mine, a love which demands me to shed my own identity yet I end up finding so much more. I long for the sound of lights, camera, action. A world beyond this world ❤️ pic.twitter.com/cdRbdI7dcF

    — Kangana Ranaut (@KanganaTeam) September 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : কঙ্গনা রানাওয়াত মানেই 'পাঙ্গা' । একথা আমরা নয়, কঙ্গনা নিজেই একটি টক শোয়ে এসে বলেছিলেন । তিনি মুখ খুললেই অভিযোগ, প্রতিবাদ, বিতর্ক, কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যাবে । তবে আজকের সকালটা একটু অন্যভাবে করলেন অভিনেত্রী । মিষ্টি সুরে শেয়ার করলেন কিছু দার্শনিক কথাবার্তা ।

আয়নার সামনে মেকআপ করছেন কঙ্গনা । ঠোঁটে লাগিয়ে নিচ্ছে গাঢ় রঙ । আইনাইনার আর আই-শ্যাডোতে সুন্দর করে সাজানো তাঁর চোখ । তাঁকে এভাবে দেখেই যেন এক অভিনেত্রীর গল্প কানে ভেসে আসে, এক তারকার জীবন উদ্ভাসিত হয় চোখের সামনে ।

ছবিটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "আমি সবসময় এক অন্য পৃথিবীর অপেক্ষায় থেকেছি, যেটা এই পৃথিবী থেকে অনেক বড় । একটা দৃষ্টিভঙ্গির অপেক্ষায় থেকেছি, যেটা আমার থেকে আলাদা । একটা ভালোবাসার অপেক্ষায় থেকেছি, যেটা গ্রহণ করলে আমি নিজেকেই বেশি করে খুঁজে পাব ।"

লাইট-অ্যাকশন-ক্যামেরার সেই শব্দ শোনার জন্য়ও অপেক্ষায় রয়েছেন কঙ্গনা । তাঁর এই পোস্ট বেশ দার্শনিক ভাবনায় তৈরি, অন্য় পোস্টের থেকে অনেকটাই আলাদা ।

দেখে নিন...

  • I long for a world beyond this world, a perspective other than mine, a love which demands me to shed my own identity yet I end up finding so much more. I long for the sound of lights, camera, action. A world beyond this world ❤️ pic.twitter.com/cdRbdI7dcF

    — Kangana Ranaut (@KanganaTeam) September 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.