মুম্বই : 'ধাকড়' ছবিতে গুপ্তচর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত । প্রকাশ্যে এল কঙ্গনার নতুন লুক । অভিনেত্রী নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই লুক ।
"সবাই ওকে অগ্নি বলে..সাহসী বলে । আমি বলি ও হল ভৈরবীর আর এক রূপ...মৃত্যুর দেবী ভৈরবী । #Dhaakad"...লিখেছেন কঙ্গনা ।
হাতে মেশিনগান নিয়ে রক্তমাখা অগ্নি নেমেছেন দেশকে জঞ্জালমুক্ত করার মিশনে । ভারতীয় সিনেমায় নাকি কোনও অভিনেত্রীকে এমন অ্যাকশন করতে দেখা যায়নি । সেদিক থেকে ল্যান্ডমার্ক তৈরি করবে 'ধাকড়', মত কঙ্গনার ।
তাঁর এই অগ্নিশর্মা লুক দেখে নিন...
-
They call her Agni... the brave one #Dhaakad
— Kangana Ranaut (@KanganaTeam) February 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
I say she is my depiction of Bhairavi the goddess of death ... #Dhaakad pic.twitter.com/nZjuDFFpZC
">They call her Agni... the brave one #Dhaakad
— Kangana Ranaut (@KanganaTeam) February 8, 2021
I say she is my depiction of Bhairavi the goddess of death ... #Dhaakad pic.twitter.com/nZjuDFFpZCThey call her Agni... the brave one #Dhaakad
— Kangana Ranaut (@KanganaTeam) February 8, 2021
I say she is my depiction of Bhairavi the goddess of death ... #Dhaakad pic.twitter.com/nZjuDFFpZC
2021 সালের 1 অক্টোবর সিনেমাহলে মুক্তি পাবে 'ধাকড়' ।