ETV Bharat / sitara

"আমায় দুর্বল ভেবে ওরা ভুল করেছে"

টুইটারে কঙ্গনা রানাওয়াতের পোস্ট । আজ মুম্বই ছেড়েছেন কঙ্গনা, তবে তিনি যে তাঁর প্রতি হওয়া অন্যায়কে ভোলেননি সেটাও বুঝিয়ে দিয়ে গেছেন ।

Kangana Ranaut to Maha govt
Kangana Ranaut to Maha govt
author img

By

Published : Sep 14, 2020, 12:07 PM IST

মুম্বই : সম্প্রতি টুইটার জয়েন করেছেন কঙ্গনা রানাওয়াত । তবে তাঁর টুইটার অ্যাকাউন্ট দেখলে তা বোঝার উপায় নেই । কারণ প্রতিদিন রাশি রাশি টুইট করেন কঙ্গনা, নিজের অস্তিত্বের প্রমাণ দেন । আজ মুম্বই থেকে মানালি ফিরেছেন কঙ্গনা, কিন্তু তিনি ভীষণভাবে মহারাষ্ট্রের সঙ্গে জড়িয়ে এখনও । তাঁর টুইটারে সর্বত্র মহারাষ্ট্রেরই ছোঁয়া ।

সাম্প্রতিক একটি পোস্টে কঙ্গনা লিখেছেন, "যখন রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়ায়, তখন লোকতন্ত্র চিরতরে অবলুপ্ত হয় ।" বুঝতে অসুবিধা হয় না কঙ্গনার তীর কোন দিকে ।

"আমায় দুর্বল ভেবে ওরা ভুল করেছে । এক নারীকে ভয় দেখিয়ে, অপমান করে ওরা আসলে নিজেদের ইমেজ ধুলোয় ঢাকছে ।", বক্তব্য কঙ্গনার ।

Kangana Ranaut to Maha govt
সৌজন্যে টুইটার

মুম্বই ছেড়েছেন বটে, তবে তাঁর মন বিষন্ন । যতদিন না তিনি তাঁর প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছেন, ততদিন শান্তি নেই । যত দিন যাচ্ছে কঙ্গনা নিশ্চিত হয়ে যাচ্ছেন যে, মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলাটা একেবারে সঠিক ছিল ।

এইসব কথা আমরা নয়, কঙ্গনা নিজেই লিখেছেন টুইটারে । মুম্বইতে কাটানো "ভয়াবহ" দিনগুলো তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে, জানিয়েছেন অভিনেত্রী । তাই মানালি ফিরলেও মুম্বই তথা মহারাষ্ট্র এত সহজে তাঁর পিছন ছাড়বে না, বোঝাই যাচ্ছে ।

  • With a heavy heart leaving Mumbai, the way I was terrorised all these days constant attacks and abuses hurled at me attempts to break my house after my work place, alert security with lethal weapons around me, must say my analogy about POK was bang on. https://t.co/VXYUNM1UDF

    — Kangana Ranaut (@KanganaTeam) September 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : সম্প্রতি টুইটার জয়েন করেছেন কঙ্গনা রানাওয়াত । তবে তাঁর টুইটার অ্যাকাউন্ট দেখলে তা বোঝার উপায় নেই । কারণ প্রতিদিন রাশি রাশি টুইট করেন কঙ্গনা, নিজের অস্তিত্বের প্রমাণ দেন । আজ মুম্বই থেকে মানালি ফিরেছেন কঙ্গনা, কিন্তু তিনি ভীষণভাবে মহারাষ্ট্রের সঙ্গে জড়িয়ে এখনও । তাঁর টুইটারে সর্বত্র মহারাষ্ট্রেরই ছোঁয়া ।

সাম্প্রতিক একটি পোস্টে কঙ্গনা লিখেছেন, "যখন রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়ায়, তখন লোকতন্ত্র চিরতরে অবলুপ্ত হয় ।" বুঝতে অসুবিধা হয় না কঙ্গনার তীর কোন দিকে ।

"আমায় দুর্বল ভেবে ওরা ভুল করেছে । এক নারীকে ভয় দেখিয়ে, অপমান করে ওরা আসলে নিজেদের ইমেজ ধুলোয় ঢাকছে ।", বক্তব্য কঙ্গনার ।

Kangana Ranaut to Maha govt
সৌজন্যে টুইটার

মুম্বই ছেড়েছেন বটে, তবে তাঁর মন বিষন্ন । যতদিন না তিনি তাঁর প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছেন, ততদিন শান্তি নেই । যত দিন যাচ্ছে কঙ্গনা নিশ্চিত হয়ে যাচ্ছেন যে, মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলাটা একেবারে সঠিক ছিল ।

এইসব কথা আমরা নয়, কঙ্গনা নিজেই লিখেছেন টুইটারে । মুম্বইতে কাটানো "ভয়াবহ" দিনগুলো তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে, জানিয়েছেন অভিনেত্রী । তাই মানালি ফিরলেও মুম্বই তথা মহারাষ্ট্র এত সহজে তাঁর পিছন ছাড়বে না, বোঝাই যাচ্ছে ।

  • With a heavy heart leaving Mumbai, the way I was terrorised all these days constant attacks and abuses hurled at me attempts to break my house after my work place, alert security with lethal weapons around me, must say my analogy about POK was bang on. https://t.co/VXYUNM1UDF

    — Kangana Ranaut (@KanganaTeam) September 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.