ETV Bharat / sitara

"রিয়ানা তো পর্ন গায়িকা", পপতারকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

এবার রিয়ানার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা রানাওয়াত । বললেন, রিয়ানা তো পর্ন গায়িকা ।

Kangana ranaut social media
Kangana ranaut social media
author img

By

Published : Feb 7, 2021, 7:43 PM IST

মুম্বই : কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন আমেরিকান পপতারকা রিয়ানা । আর তারপর থেকেই রিয়ানার উপর চটেছেন কঙ্গনা রানাওয়াত । তবে এবার মাত্রা ছাড়ালেন অভিনেত্রী । গায়িকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে 'পর্ন গায়িকা' তকমা দিলেন কঙ্গনা ।

তিনি বললেন, "ওই টুইটটি করার জন্য রিয়ানাকে 100 কোটি টাকা দেওয়া হয়েছে । যে পুরো অতিমারীতে একটাও পোস্ট করল না, কৃষক আন্দোলনকে নিয়ে এত দরদ তার ?"

জার্নালিস্ট অর্ণব গোস্বামীর সঙ্গে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন কঙ্গনা । তাঁর নিশানায় রয়েছেন পরিবেশবিদ গ্রেটা থুনবার্গও । কৃষক আন্দোলনকে সমর্থন করে গ্রেটা ভুল করে ফেলেছেন, বললেন কঙ্গনা ।

আরও পড়ুন : এবার অস্কার জয়ী অভিনেত্রী সুজ়ান, সমর্থন করলেন কৃষক আন্দোলনকে

এরপর তিনি বলেন, "রিয়ানা তো একজন পর্ন গায়িকা । কয়েকজন সংগীতজ্ঞকে সামনে বসালে ওরাও বলবে যে রিয়ানা গানই জানে না । প্রতিভা থাকলে ওর এসব করার দরকার পড়ত না । যুব সম্প্রদায়কে বিপথে চালিত করে রিয়ানার মতো পর্ন গায়িকারা ।"

রিয়ানার পর অস্কার জয়ী অভিনেত্রী সুজ়ান সারান্ডনও সোশাল মিডিয়ায় কৃষক আন্দোলনের সমর্থনে সরব হয়েছেন ।

মুম্বই : কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন আমেরিকান পপতারকা রিয়ানা । আর তারপর থেকেই রিয়ানার উপর চটেছেন কঙ্গনা রানাওয়াত । তবে এবার মাত্রা ছাড়ালেন অভিনেত্রী । গায়িকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে 'পর্ন গায়িকা' তকমা দিলেন কঙ্গনা ।

তিনি বললেন, "ওই টুইটটি করার জন্য রিয়ানাকে 100 কোটি টাকা দেওয়া হয়েছে । যে পুরো অতিমারীতে একটাও পোস্ট করল না, কৃষক আন্দোলনকে নিয়ে এত দরদ তার ?"

জার্নালিস্ট অর্ণব গোস্বামীর সঙ্গে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন কঙ্গনা । তাঁর নিশানায় রয়েছেন পরিবেশবিদ গ্রেটা থুনবার্গও । কৃষক আন্দোলনকে সমর্থন করে গ্রেটা ভুল করে ফেলেছেন, বললেন কঙ্গনা ।

আরও পড়ুন : এবার অস্কার জয়ী অভিনেত্রী সুজ়ান, সমর্থন করলেন কৃষক আন্দোলনকে

এরপর তিনি বলেন, "রিয়ানা তো একজন পর্ন গায়িকা । কয়েকজন সংগীতজ্ঞকে সামনে বসালে ওরাও বলবে যে রিয়ানা গানই জানে না । প্রতিভা থাকলে ওর এসব করার দরকার পড়ত না । যুব সম্প্রদায়কে বিপথে চালিত করে রিয়ানার মতো পর্ন গায়িকারা ।"

রিয়ানার পর অস্কার জয়ী অভিনেত্রী সুজ়ান সারান্ডনও সোশাল মিডিয়ায় কৃষক আন্দোলনের সমর্থনে সরব হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.