মুম্বই : সম্প্রতি সোশাল মিডিয়ায় জয়েন করেছেন কঙ্গনা রানাওয়াত । আর জয়েন করার সঙ্গে সঙ্গেই বেশ একটা শোরগোল ফেলে দিয়েছেন সেখানে । তাঁকে সোশাল মিডিয়া থেকে বয়কটের ডাক দেওয়া হয়েছে, #Boycott_Kangana ট্রেন্ড করছে টুইটারে ।
এটা জানতে পেরে কঙ্গনা কি চুপ থাকবেন ? মোটেই না । তিনি টুইটারে লিখেছেন, "দারুণ ব্যাপার,#Boycott_Kangana ট্রেন্ডিং । গর্ত থেকে ইঁদুরগুলো বেরিয়ে আসছে । মাফিয়ারা একটু হাত-পা চালাবে না তা হয় নাকি ?"
তবে কঙ্গনাকে সমর্থন করছেন কিছু সংখ্যক মানুষ । তারা তৈরি করেছেন #Jhansi_Ki_Rani_Kangana ক্যাম্পেন । এটা দেখে আবার খুশি অভিনেত্রী ।
এই প্রসঙ্গে তিনি লিখেছেন, "সোশাল মিডিয়ায় #Jhansi_Ki_Rani_Kangana ট্রেন্ডিং । সমস্ত ভুয়ো ট্রেন্ডকে পিছনে ঠেলে এভাবেই এগিয়ে যাওয়া যায় । আশা করি মুভি মাফিয়ারা এটা বুঝতে পারবেন ।"
কয়েকদিন আগে কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেলের টুইটার অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দেওয়া হয় । সেই সময় কঙ্গনা নিজে সোশাল মিডিয়া হ্যান্ডল করতেন না, করত তাঁর টিম । সম্প্রতি 'টিম'-কে সরিয়ে টুইটারে যোগ দেন অভিনেত্রী । তিনি যে খুব শান্তিপূর্ণভাবে থাকবেন না সেটাই বেশ বুঝতে পারছেন নেটিজেনরা ।