ETV Bharat / sitara

স্বরাকে জবাব দিলেন কঙ্গনা - swara and kangana fight

সোশাল মিডিয়ায় কঙ্গনা রানাওয়াতকে কটাক্ষ করেছিলেন স্বরা ভাস্কর । সুশান্তের মৃত্যুটা আত্মহত্যা প্রমাণিত হওয়ার পর কঙ্গনাকে পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা মনে করিয়ে দিয়েছিলেন তিনি । তাতে কি চুপ থাকবেন কঙ্গনা ? তিনিও পালটা জবাব দিলেন ।

kangana ranaut replies to swara bhaskar
kangana ranaut replies to swara bhaskar
author img

By

Published : Oct 7, 2020, 9:52 PM IST

মুম্বই : সুশান্তের মৃত্যু নিয়ে অনেক কথা বলেছিলেন কঙ্গনা রানাওয়াত । বলেছিলেন যে, সুশান্ত আত্মহত্যা করতে পারে না, সুশান্তকে তিলে তিলে শেষ করেছে এই ইন্ডাস্ট্রি ইত্যাদি ইত্যাদি । সঙ্গে কঙ্গনা এটাও বলেন যে, এই সমস্ত কথা মিথ্যে প্রমাণিত হলে তিনি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবেন । কঙ্গনাকে সেই প্রতিশ্রুতিটাই মনে করিয়ে দিয়েছিলেন স্বরা ।

তাতে পালটা জবাব দিলেন কঙ্গনা । যে সাক্ষাৎকারে তিনি কথাটি বলেছিলেন, সেই সাক্ষাৎকারের লিঙ্কটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "এটাই আমার সাক্ষাৎকার । যাদের স্মৃতি দুর্বল তারা এটা দেখে নিতে পারেন । যদি আমার আনা অভিযোগের একটিও ভুল প্রমাণিত হয়, তাহলে তাহলে পদ্মশ্রী ফিরিয়ে দেব ।"

সঙ্গে এটাও যোগ করেছেন, "এটা একজন ক্ষত্রিয়ের প্রতিশ্রুতি । আমি রামের ভক্ত, প্রতিশ্রুতি রক্ষা করতে জীবনও দিতে পারি । জয় শ্রী রাম ।"

টুইটারে আপাতত ট্রেন্ড করছে #KanganaAwardWapasKar । সেটিও কঙ্গনার নজর এড়ায়নি । নিজেই এই হ্যাশট্যাগের উল্লেখ করেছেন অভিনেত্রী । দেখে নিন তাঁর পোস্ট...

  • ये है मेरा इंटर्व्यू अगर याददाश्त कमज़ोर हो तो फिर से देखें, अगर मैंने एक भी झूठा या ग़लत आरोप लगाया हो, तों मैं अपने सारे अवार्डस वापिस कर दूँगी, ये एक क्षत्रिय का वचन है, मैं राम भक्त हूँ, प्राण जाए पर वचन ना जाए, जय श्री राम 🙏#KanganaAwardWapasKar https://t.co/j6H8zLsuEp

    — Kangana Ranaut (@KanganaTeam) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : সুশান্তের মৃত্যু নিয়ে অনেক কথা বলেছিলেন কঙ্গনা রানাওয়াত । বলেছিলেন যে, সুশান্ত আত্মহত্যা করতে পারে না, সুশান্তকে তিলে তিলে শেষ করেছে এই ইন্ডাস্ট্রি ইত্যাদি ইত্যাদি । সঙ্গে কঙ্গনা এটাও বলেন যে, এই সমস্ত কথা মিথ্যে প্রমাণিত হলে তিনি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবেন । কঙ্গনাকে সেই প্রতিশ্রুতিটাই মনে করিয়ে দিয়েছিলেন স্বরা ।

তাতে পালটা জবাব দিলেন কঙ্গনা । যে সাক্ষাৎকারে তিনি কথাটি বলেছিলেন, সেই সাক্ষাৎকারের লিঙ্কটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "এটাই আমার সাক্ষাৎকার । যাদের স্মৃতি দুর্বল তারা এটা দেখে নিতে পারেন । যদি আমার আনা অভিযোগের একটিও ভুল প্রমাণিত হয়, তাহলে তাহলে পদ্মশ্রী ফিরিয়ে দেব ।"

সঙ্গে এটাও যোগ করেছেন, "এটা একজন ক্ষত্রিয়ের প্রতিশ্রুতি । আমি রামের ভক্ত, প্রতিশ্রুতি রক্ষা করতে জীবনও দিতে পারি । জয় শ্রী রাম ।"

টুইটারে আপাতত ট্রেন্ড করছে #KanganaAwardWapasKar । সেটিও কঙ্গনার নজর এড়ায়নি । নিজেই এই হ্যাশট্যাগের উল্লেখ করেছেন অভিনেত্রী । দেখে নিন তাঁর পোস্ট...

  • ये है मेरा इंटर्व्यू अगर याददाश्त कमज़ोर हो तो फिर से देखें, अगर मैंने एक भी झूठा या ग़लत आरोप लगाया हो, तों मैं अपने सारे अवार्डस वापिस कर दूँगी, ये एक क्षत्रिय का वचन है, मैं राम भक्त हूँ, प्राण जाए पर वचन ना जाए, जय श्री राम 🙏#KanganaAwardWapasKar https://t.co/j6H8zLsuEp

    — Kangana Ranaut (@KanganaTeam) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.