মুম্বই : মার্চের দিকে দেশে থাবা বসায় কোরোনা । এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি । প্রতিদিনই কোনও না কোনও নতুন আক্রান্তের কথা প্রকাশ্যে আসছে । বর্তমান এই পরিস্থিতিতে মেয়েকে নিয়ে খুবই চিন্তিত কঙ্গনা রানাওয়াতের মা । আর তাই মেয়ের সুরক্ষার্থে বাড়িতে পুজোর আয়োজন করেন তিনি ।
সম্প্রতি ইনস্টাগ্রামে পুজোর একটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা । সেখানে দু'জন পুরোহিতকে মন্ত্র উচ্চারণ করতে দেখা গিয়েছে । আর তাঁদের নির্দেশ মতো পুজো করছেন অভিনেত্রী । পাশে বসে রয়েছেন তাঁর মা ও মায়ের কোলে বোনপো পৃথ্বীরাজ । পুজো চলাকালীন দিদার কোলে বসে ঘণ্টা বাজাতে দেখা গিয়েছে তাকে ।
এই ভিডিয়োর ক্যাপশনে কঙ্গনা লেখেন, "মা আমার সুরক্ষা নিয়ে সব সময় চিন্তিত থাকে, এই কারণে 1 লাখ 15 হাজার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আয়োজন করেছিল । এই কার্যক্রম আজ শেষ হয়েছে । পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এছাড়া হোমের আয়োজনও করা হয়েছিল তাঁদের বাড়িতে । ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে হোম কুণ্ডের সামনে বসে আহুতি দিতে দেখা গিয়েছে তাঁকে ।
কাজের দিক থেকে শেষবার 'পাঙ্গা' ছবিতে দেখা গিয়েছিল কঙ্গনাকে । সেখানে একজন কবাডি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেন তিনি । বক্স অফিসে ভালোই সাফল্য পায় ছবিটি । এছাড়া এখন একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে । তার মধ্যে 'তেজস', 'থালাইভি', 'ধকড়' ও 'অপরাজিত অযোধ্যা' অন্যতম ।