ETV Bharat / sitara

এক সপ্তাহে পাঁচ লক্ষ ফলোয়ার হারালেন কঙ্গনা, বড় ঘোষণা অভিনেত্রীর - কঙ্গনা রানাওয়াতের খবর

এক সপ্তাহে পাঁচ লক্ষ ফলোয়ার হারালেন কঙ্গনা রানাওয়াত । তাঁর মতে, এর পিছনে একজনের হাত রয়েছে । যথেষ্ট প্রমাণ নিয়ে সেই মানুষটির পর্দা ফাঁস করবেন কঙ্গনা । কে সেই ব্যক্তি ? নেটিজেনদের আন্দাজে উঠে আসছে একজনের নাম ।

Kangana Ranaut followers
Kangana Ranaut followers
author img

By

Published : Mar 4, 2021, 4:18 PM IST

মুম্বই : সোশাল মিডিয়াকে হাতিয়ার করে নিজের প্রচারে ব্যস্ত থাকেন কঙ্গনা রানাওয়াত । যে কঙ্গনা কখনও সোশাল মিডিয়ায় আসবেন না বলেছিলেন, সেই কঙ্গনাই এখন প্রতিদিন প্রতি মুহূর্তে টুইটারে অ্যাক্টিভ । তবে হঠাৎই যেন ছন্দপতন । এক সপ্তাহের মধ্যে পাঁচ লক্ষ ফলোয়ার হারালেন কঙ্গনা ।

কঙ্গনার মতে, তিনি আউটসাইডার বলেই তাঁর ইমেজ নষ্ট করার এই প্রচেষ্টা । 'বলিউড মাফিয়ারা' কঙ্গনার জনপ্রিয়তা সহ্য করতে না পেরেই এটা করছে বলে তাঁর ধারণা । সুশান্ত সিং রাজপুতকে এই প্রক্রিয়াতেই ধ্বংস করেছিল এই 'মাফিয়ারা'...মত কঙ্গনার ।

Kangana Ranaut followers
সৌজন্যে টুইটার

তবে এসবের মূলে কে রয়েছেন ? সেটাও নাকি আন্দাজ করে ফেলেছেন কঙ্গনা । তাঁর মতে, সেই ব্যক্তি একটি রিলেশনশিপে থাকার নাটক করছে, কিন্তু কখনওই নাকি প্রেমিকা 'বাচ্চা মেয়ে'টিকে বিয়ে করবেন না । এসব কথার অর্থ কী ?

Kangana Ranaut followers
সৌজন্যে টুইটার

ভাবতে ভাবতে নেটিজেনদের মাথায় আসছে একজনের নাম, রণবীর কাপুর । আলিয়া ভাটের সঙ্গে রণবীরের বয়সের ফারাক রয়েছে অনেকটা । তাঁর দিকেই কি ইঙ্গিত কঙ্গনার ? এমনিতেও রণবীরের সঙ্গে কঙ্গনার সম্পর্ক খুব খারাপ । তাই এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না । ফের নতুন নাটকের অপেক্ষায় টুইটার ।

মুম্বই : সোশাল মিডিয়াকে হাতিয়ার করে নিজের প্রচারে ব্যস্ত থাকেন কঙ্গনা রানাওয়াত । যে কঙ্গনা কখনও সোশাল মিডিয়ায় আসবেন না বলেছিলেন, সেই কঙ্গনাই এখন প্রতিদিন প্রতি মুহূর্তে টুইটারে অ্যাক্টিভ । তবে হঠাৎই যেন ছন্দপতন । এক সপ্তাহের মধ্যে পাঁচ লক্ষ ফলোয়ার হারালেন কঙ্গনা ।

কঙ্গনার মতে, তিনি আউটসাইডার বলেই তাঁর ইমেজ নষ্ট করার এই প্রচেষ্টা । 'বলিউড মাফিয়ারা' কঙ্গনার জনপ্রিয়তা সহ্য করতে না পেরেই এটা করছে বলে তাঁর ধারণা । সুশান্ত সিং রাজপুতকে এই প্রক্রিয়াতেই ধ্বংস করেছিল এই 'মাফিয়ারা'...মত কঙ্গনার ।

Kangana Ranaut followers
সৌজন্যে টুইটার

তবে এসবের মূলে কে রয়েছেন ? সেটাও নাকি আন্দাজ করে ফেলেছেন কঙ্গনা । তাঁর মতে, সেই ব্যক্তি একটি রিলেশনশিপে থাকার নাটক করছে, কিন্তু কখনওই নাকি প্রেমিকা 'বাচ্চা মেয়ে'টিকে বিয়ে করবেন না । এসব কথার অর্থ কী ?

Kangana Ranaut followers
সৌজন্যে টুইটার

ভাবতে ভাবতে নেটিজেনদের মাথায় আসছে একজনের নাম, রণবীর কাপুর । আলিয়া ভাটের সঙ্গে রণবীরের বয়সের ফারাক রয়েছে অনেকটা । তাঁর দিকেই কি ইঙ্গিত কঙ্গনার ? এমনিতেও রণবীরের সঙ্গে কঙ্গনার সম্পর্ক খুব খারাপ । তাই এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না । ফের নতুন নাটকের অপেক্ষায় টুইটার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.