মুম্বই : একদিকে নবরাত্রি, অন্যদিকে ভাইয়ের বিয়ে । দুই মিলে কঙ্গনা রানাওয়াতের বাড়িতে একেবারে উৎসবের মেজাজ । সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কঙ্গনার ভাই অক্ষত । আজ হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান ।
কঙ্গনার মামার বাড়িতে ছিল এই অনুষ্ঠান । মান্ডি নামে এক জায়গায় দাদু-দিদার আয়োজনেই সম্পন্ন হল অনুষ্ঠানটি । কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলিও উপস্থিত ছিলেন সেখানে । ভাইকে হলুদে ভরিয়ে দিলেন দুই দিদি ।
ছোট্ট একটা ভিডিয়ো শেয়ার করেছেন কঙ্গনা । সবুজ সিল্কের শাড়ি আর সোনার গয়নায় বেশ লাগছে অভিনেত্রীকে । যদিও কোরোনার সময়, পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়, তবুও এই বিশেষ দিনটিকে উদযাপন করতে একটুও কমতি করলেন না রানাওয়াত পরিবার ।
দেখে নিন ভিডিয়ো..
-
Today at Nana’s house in Mandi for Aksht’s Badhai, it’s flagging off wedding invites, a ceremony arranged by maternal grandparents ❤️ pic.twitter.com/jcRlkEdy2S
— Kangana Ranaut (@KanganaTeam) October 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today at Nana’s house in Mandi for Aksht’s Badhai, it’s flagging off wedding invites, a ceremony arranged by maternal grandparents ❤️ pic.twitter.com/jcRlkEdy2S
— Kangana Ranaut (@KanganaTeam) October 18, 2020Today at Nana’s house in Mandi for Aksht’s Badhai, it’s flagging off wedding invites, a ceremony arranged by maternal grandparents ❤️ pic.twitter.com/jcRlkEdy2S
— Kangana Ranaut (@KanganaTeam) October 18, 2020
এই সব আনন্দানুষ্ঠানের মধ্যেই কঙ্গনার মাথায় ঝুলছে ফাঁড়া । তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে মুম্বইতে । এছাড়া আরও নানাবিধ অসুবিধার মধ্যে জড়িয়ে অভিনেত্রী । তার মধ্যেও তিনি পিছু হঠতে রাজি নন । অন্যায়ের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত ।