ETV Bharat / sitara

"খুব অল্প বয়সেই ড্রাগের নেশা শুরু করি", ভিডিয়োতে নিজেই বলেছিলেন কঙ্গনা

বলিউডে ড্রাগ চক্র নিয়ে এত বড় বড় কথা, সবাইয়ের মুখোশ খুলে দেওয়ার হুমকি, রিয়া চক্রবর্তীর মাদকাসক্তি নিয়ে বিরোধীতা....সংবাদমাধ্যম জুড়ে কঙ্গনাকে এভাবেই দেখছি আমরা । তবে এই বছরেই মার্চ মাসে শেয়ার করা একটি ভিডিয়োতে কঙ্গনা নিজে মুখে শেয়ার করেন যে, "খুব অল্প বয়সেই ড্রাগের নেশা করা শুরু করি" ।

kangana ranaut on her drug addiction
kangana ranaut on her drug addiction
author img

By

Published : Sep 11, 2020, 11:45 AM IST

Updated : Sep 11, 2020, 12:13 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াত সবসময় নিজের করা ভুলগুলোর কথা স্বীকার করেন । একইসঙ্গে সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন । সম্প্রতি কঙ্গনা চ্যালেঞ্জ করেছেন যে, ড্রাগ পরীক্ষায় তাঁর শরীরে মাদকের কণা পাওয়া গেলেও তিনি চিরতরে মুম্বই ছাড়বেন । কতটা সত্যি তাঁর এই দাবি ?

কঙ্গনার ইনস্টাগ্রাম ঘাঁটতে গিয়ে একটি ভিডিয়ো খুঁজে পাওয়া গেল । এই বছরেই 29 মার্চ শেয়ার করা হয়েছে ভিডিয়োটি । সেখানে যোগাভ্যাসের উপকারিতা নিয়ে কথা বলছেন অভিনেত্রী । বলতে বলতে তিনি বলেন, "খুব অল্প বয়সেই আমি ড্রাগের নেশা শুরু করি । এমন এমন কাণ্ড ঘটে আমার জীবনে, এমন সব মানুষের সঙ্গে আমি জড়িয়ে পড়ি, যে মৃত্যুই আমার বাঁচার রাস্ত ছিল ।"

কঙ্গনা নিজেই স্বীকার করেন যে, তিনি ড্রাগ অ্যাডিক্ট ছিলেন । অথচ তিনিই আবার মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ ছোড়েন যে, তাঁর শরীরে ড্রাগের কণাও পাওয়া গেলে তিনি মুম্বই ছাড়বেন চিরতরে । এটা তো স্পষ্ট মিথ্যে কথা, তাই নয় কি ?

কঙ্গনা এটাও বলেন যে, "আমার টিনএজেই এতকিছু হয়ে যায় । তার মানে বুঝে দেখুন আমি কি সাংঘাতিক ছিলাম !"...বলেই হেসে ফেলেন কঙ্গনা । সেই জীবন থেকে বেরিয়ে আসার রাস্তাও বলেন তিনি । যোগাভ্যাস করেই নতুন জীবন পেয়েছেন বলে দাবি অভিনেত্রীর ।

তাই বলে তো তাঁর অতীতটা মিথ্যে হয়ে যেতে পারে না । তিনি ড্রাগ অ্যাডিক্ট ছিলেন একটা সময়, আর সেটা নিজে মুখে স্বীকার করেন অভিনেত্রী । দেখে নিন কঙ্গনার ভিডিয়ো...

ভিডিয়ো..

মুম্বই : কঙ্গনা রানাওয়াত সবসময় নিজের করা ভুলগুলোর কথা স্বীকার করেন । একইসঙ্গে সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন । সম্প্রতি কঙ্গনা চ্যালেঞ্জ করেছেন যে, ড্রাগ পরীক্ষায় তাঁর শরীরে মাদকের কণা পাওয়া গেলেও তিনি চিরতরে মুম্বই ছাড়বেন । কতটা সত্যি তাঁর এই দাবি ?

কঙ্গনার ইনস্টাগ্রাম ঘাঁটতে গিয়ে একটি ভিডিয়ো খুঁজে পাওয়া গেল । এই বছরেই 29 মার্চ শেয়ার করা হয়েছে ভিডিয়োটি । সেখানে যোগাভ্যাসের উপকারিতা নিয়ে কথা বলছেন অভিনেত্রী । বলতে বলতে তিনি বলেন, "খুব অল্প বয়সেই আমি ড্রাগের নেশা শুরু করি । এমন এমন কাণ্ড ঘটে আমার জীবনে, এমন সব মানুষের সঙ্গে আমি জড়িয়ে পড়ি, যে মৃত্যুই আমার বাঁচার রাস্ত ছিল ।"

কঙ্গনা নিজেই স্বীকার করেন যে, তিনি ড্রাগ অ্যাডিক্ট ছিলেন । অথচ তিনিই আবার মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ ছোড়েন যে, তাঁর শরীরে ড্রাগের কণাও পাওয়া গেলে তিনি মুম্বই ছাড়বেন চিরতরে । এটা তো স্পষ্ট মিথ্যে কথা, তাই নয় কি ?

কঙ্গনা এটাও বলেন যে, "আমার টিনএজেই এতকিছু হয়ে যায় । তার মানে বুঝে দেখুন আমি কি সাংঘাতিক ছিলাম !"...বলেই হেসে ফেলেন কঙ্গনা । সেই জীবন থেকে বেরিয়ে আসার রাস্তাও বলেন তিনি । যোগাভ্যাস করেই নতুন জীবন পেয়েছেন বলে দাবি অভিনেত্রীর ।

তাই বলে তো তাঁর অতীতটা মিথ্যে হয়ে যেতে পারে না । তিনি ড্রাগ অ্যাডিক্ট ছিলেন একটা সময়, আর সেটা নিজে মুখে স্বীকার করেন অভিনেত্রী । দেখে নিন কঙ্গনার ভিডিয়ো...

ভিডিয়ো..
Last Updated : Sep 11, 2020, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.