ETV Bharat / sitara

স্টাইলই শেষ কথা... - কঙ্গনা রানাওয়াতের খবর

জীবনে যা-ই হোক না কেন, স্টাইলে থাক...বললেন কঙ্গনা রানাওয়াত ।

kangana ranaut social media
kangana ranaut social media
author img

By

Published : Nov 6, 2020, 9:04 AM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় প্রতিদিন নতুন বিতর্ক তৈরি করেন কঙ্গনা রানাওয়াত । নিজের বক্তব্যকে প্রমাণ করার যে কারও উপর আক্রমণ করতে পারেন তিনি, সাহায্য নিতে পারেন মিডিয়ায় প্রকাশিত ভুয়ো খবরের ।

টুইটারে ঢোকার পর থেকেই প্রায় প্রতিদিন মহারাষ্ট্র সরকার, বলিউডের নেপোটিজ়ম, ভারতীয় রাজনীতি, বিজেপি বিরোধী ক্যাম্পেনের বিরুদ্ধে গলা তুলেছেন কঙ্গনা । সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । কোনও কোনও ক্ষেত্রে তো তাঁর দাবি ভুল বলেও প্রমাণিত হয়েছে । মানুষের ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্তকে অপমান করতেও ছাড়েননি কঙ্গনা । তবে যেটাই করেছেন স্টাইলে করেছেন তিনি ।

একথা আমরা নয়, অভিনেত্রী নিজেই বললেন । টুইটারে কয়েকটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা । ধূসর রঙের শীতের পোশাক, লাগামছাড়া চুল, চোখে স্মোকি মেকআপ..সব মিলিয়ে তাঁকে বেশ বোল্ড লাগছে ।

ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, "জীবনে যা-ই হোক না কেন, স্টাইলে থাকতে হবে...বীরু অ্যাটিটিউড..." একদম মুন্নাভাইয়ের স্টাইলে কথাগুলো লিখেছেন তিনি । নেটিজেনরা তো প্রশংসায় পঞ্চমুখ ।

দেখে নিন কঙ্গনার পোস্ট...

মুম্বই : সোশাল মিডিয়ায় প্রতিদিন নতুন বিতর্ক তৈরি করেন কঙ্গনা রানাওয়াত । নিজের বক্তব্যকে প্রমাণ করার যে কারও উপর আক্রমণ করতে পারেন তিনি, সাহায্য নিতে পারেন মিডিয়ায় প্রকাশিত ভুয়ো খবরের ।

টুইটারে ঢোকার পর থেকেই প্রায় প্রতিদিন মহারাষ্ট্র সরকার, বলিউডের নেপোটিজ়ম, ভারতীয় রাজনীতি, বিজেপি বিরোধী ক্যাম্পেনের বিরুদ্ধে গলা তুলেছেন কঙ্গনা । সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । কোনও কোনও ক্ষেত্রে তো তাঁর দাবি ভুল বলেও প্রমাণিত হয়েছে । মানুষের ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্তকে অপমান করতেও ছাড়েননি কঙ্গনা । তবে যেটাই করেছেন স্টাইলে করেছেন তিনি ।

একথা আমরা নয়, অভিনেত্রী নিজেই বললেন । টুইটারে কয়েকটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা । ধূসর রঙের শীতের পোশাক, লাগামছাড়া চুল, চোখে স্মোকি মেকআপ..সব মিলিয়ে তাঁকে বেশ বোল্ড লাগছে ।

ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, "জীবনে যা-ই হোক না কেন, স্টাইলে থাকতে হবে...বীরু অ্যাটিটিউড..." একদম মুন্নাভাইয়ের স্টাইলে কথাগুলো লিখেছেন তিনি । নেটিজেনরা তো প্রশংসায় পঞ্চমুখ ।

দেখে নিন কঙ্গনার পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.