মুম্বই : কঙ্গনা রানাওয়াত যে নরেন্দ্র মোদিকে সমর্থন করেন, সেটা আর আলাদা করে বুঝিয়ে দিতে হবে না । সোশাল মিডিয়ায় করা বেশিরভাগ পোস্টেই নিজের রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করে থাকেন অভিনেত্রী । নরেন্দ্র মোদির কাজে কঙ্গনা মুগ্ধ, এটাই বারবার বলেছেন বিভিন্ন সময়ে । এবারও তার ব্যতিক্রম হল না ।
মঞ্চে উঠে মোদি দিচ্ছেন বক্তৃতা । ক্ষমতায় আসার পর থেকে তাঁর সরকার কৃষকদের জন্য কী কী করেছেন তা তিনি একটা একটা করে তুলে ধরছেন । প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা নূন্যতম সহায়ক মূল্য দিয়ে তিনি কৃষকদের থেকে ডাল কিনেছেন, পাঁচ লক্ষ কোটি টাকা নূন্যতম সহায়ক মূল্যে ধান কিনেছেন...লম্বা লিস্ট দিয়েছেন মোদি । আর সেই ভিডিয়োটি শেয়ার করেছেন কঙ্গনা । ক্যাপশনে দিয়েছেন জোরালো বার্তা ।
তিনি লিখেছেন, "মোদীজি কতবার বোঝাবেন ? কীভাবে বোঝাবেন ? শাহিনবাগে যারা রক্তগঙ্গা বইয়ে দিয়েছিলেন, তারাও বুঝেছিলেন যে তাদের থেকে কেউ নাগরিকত্ব ছিনিয়ে নেয়নি । তবুও তারা দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিলেন আর পরে আন্তর্জাতিক পুরস্কারও জিতেছিলেন ।"
এই লেখার সঙ্গে একটা পরামর্শও দিয়েছেন কঙ্গনা । তিনি লিখেছেন, "আমাদের দেশে ধর্ম ও নৈতিক মূল্যবোধ তৈরি করা দরকার ।"
কঙ্গনার এই পোস্টে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া । দেখে নিন..
-
मोदी जी कितना समझाएँगे,कितनी बार समझाएँगे?शाहीन बाग में ख़ून की नदियाँ बहाने वाले भी ख़ूब समझते थे की उनकी नागरिकता कोई नहीं छीन रहा, लेकिन फिर भी उन्होंने दंग्गे किए देश में आतंक फैलाया और अंतरष्ट्रिया स्तर पे ख़ूब पुरस्कार भी जीते, इस देश को ज़रूरत है धर्म और नैतिक मूल्यों की.. https://t.co/nJpqo57lfU
— Kangana Ranaut (@KanganaTeam) November 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">मोदी जी कितना समझाएँगे,कितनी बार समझाएँगे?शाहीन बाग में ख़ून की नदियाँ बहाने वाले भी ख़ूब समझते थे की उनकी नागरिकता कोई नहीं छीन रहा, लेकिन फिर भी उन्होंने दंग्गे किए देश में आतंक फैलाया और अंतरष्ट्रिया स्तर पे ख़ूब पुरस्कार भी जीते, इस देश को ज़रूरत है धर्म और नैतिक मूल्यों की.. https://t.co/nJpqo57lfU
— Kangana Ranaut (@KanganaTeam) November 30, 2020मोदी जी कितना समझाएँगे,कितनी बार समझाएँगे?शाहीन बाग में ख़ून की नदियाँ बहाने वाले भी ख़ूब समझते थे की उनकी नागरिकता कोई नहीं छीन रहा, लेकिन फिर भी उन्होंने दंग्गे किए देश में आतंक फैलाया और अंतरष्ट्रिया स्तर पे ख़ूब पुरस्कार भी जीते, इस देश को ज़रूरत है धर्म और नैतिक मूल्यों की.. https://t.co/nJpqo57lfU
— Kangana Ranaut (@KanganaTeam) November 30, 2020