ETV Bharat / sitara

রিল vs রিয়েল : জয়ললিতা বেশে কঙ্গনার নতুন লুক - কঙ্গনা রানাওয়াতের খবর

জয়ললিতার বেশে কঙ্গনা প্রকাশ করলেন আরও এক লুক । ছবির একটি শিডিউল শেষ হল সম্প্রতি ।

Kangana ranaut in jaylalita
Kangana ranaut in jaylalita
author img

By

Published : Oct 11, 2020, 3:34 PM IST

মুম্বই : কোরোনা পরিস্থিতি সামলে শুটিংফ্লোরে পৌঁছে গেছেন কঙ্গনা । দীর্ঘ কয়েকমাস অপেক্ষার পর আবার শুটিং করতে পেরে তাঁর মন ছিল উচ্ছ্বসিত । এবার সেই উচ্ছ্বাস-উৎসাহকে সঙ্গে করেই হইহই করে শেষ হল 'থালাইভি' ছবির একটি শিডিউল ।

সোশাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন কঙ্গনা । সঙ্গে দিয়েছেন কয়েকটি ছবি । কঙ্গনাকে শাড়ি পরে একেবারে জয়ললিতার মতোই লাগছে । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জননেত্রী জয়ললিতার মতোই তাঁর চুলের স্টাইল, হাসির ভঙ্গি..যেন নেত্রীর এক আস্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছেন অভিনেত্রী ।

ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, "জয়া মায়ের আশীর্বাদ নিয়ে থালাইভি-র আরও একটি শিডিউল শেষ করলাম - সেই বিদ্রোহী নেত্রী । কোরোনার জন্য অনেককিছুই বদলে গেছে । তবে অ্যাকশন আর কাটের মধ্যে সবই অপরিবর্তিত ।"

'থালাইভি'-র পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা । দেখে নিন তাঁর পোস্ট..

মুম্বই : কোরোনা পরিস্থিতি সামলে শুটিংফ্লোরে পৌঁছে গেছেন কঙ্গনা । দীর্ঘ কয়েকমাস অপেক্ষার পর আবার শুটিং করতে পেরে তাঁর মন ছিল উচ্ছ্বসিত । এবার সেই উচ্ছ্বাস-উৎসাহকে সঙ্গে করেই হইহই করে শেষ হল 'থালাইভি' ছবির একটি শিডিউল ।

সোশাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন কঙ্গনা । সঙ্গে দিয়েছেন কয়েকটি ছবি । কঙ্গনাকে শাড়ি পরে একেবারে জয়ললিতার মতোই লাগছে । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জননেত্রী জয়ললিতার মতোই তাঁর চুলের স্টাইল, হাসির ভঙ্গি..যেন নেত্রীর এক আস্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছেন অভিনেত্রী ।

ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, "জয়া মায়ের আশীর্বাদ নিয়ে থালাইভি-র আরও একটি শিডিউল শেষ করলাম - সেই বিদ্রোহী নেত্রী । কোরোনার জন্য অনেককিছুই বদলে গেছে । তবে অ্যাকশন আর কাটের মধ্যে সবই অপরিবর্তিত ।"

'থালাইভি'-র পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা । দেখে নিন তাঁর পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.