মুম্বই : নিন্দুকেরা যা-ই বলুক না কেন,দুঃসময়ে কঙ্গনা রানাওয়াত আর রঙ্গোলি চান্দেল কেউ কখনও একে অপরের পাশ থেকে সরে যাননি । যখনই বিতর্ক হয়েছে, দুই বোনকে নিয়ে তোলপাড় হয়েছে সোশাল মিডিয়া, FIR দায়ের তাঁদের বিরুদ্ধে হয়েছে..দু'জন কিন্তু দু'জনকে সমর্থন করেছেন । তাই কঙ্গনার জীবনে বিশেষ মানুষ রঙ্গোলি ।
এহেন রঙ্গোলির জন্মদিন সেলিব্রেট না করে থাকতে পারেন অভিনেত্রী ? শুটিংয়ের ফাঁকে দিদির এই বিশেষ দিনটিকে আরও একটু বিশেষ করে তুললেন কঙ্গনা ।
বেশি কিছু নয়, একদম ছিমছাম আয়োজনে জন্মদিন পালন হল রঙ্গোলির । কেক কেটে, শ্যাম্পেন সহযোগে ছবির টিম মেম্বারদের সঙ্গে দিদির জন্মদিনটি ভাগ করে নিলেন কঙ্গনা । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি ।
এই সুযোগ দেওয়ার জন্য 'থালাইভি'-র পরিচালক এ.এল.বিজয়কে ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা । দেখে নিন তাঁর পোস্ট...
-
My director Vijay sir is very kind he gave me a break yesterday, so we could celebrate Rangoli’s birthday, here are some pictures 💝 pic.twitter.com/bu3no3QGnr
— Kangana Ranaut (@KanganaTeam) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My director Vijay sir is very kind he gave me a break yesterday, so we could celebrate Rangoli’s birthday, here are some pictures 💝 pic.twitter.com/bu3no3QGnr
— Kangana Ranaut (@KanganaTeam) December 3, 2020My director Vijay sir is very kind he gave me a break yesterday, so we could celebrate Rangoli’s birthday, here are some pictures 💝 pic.twitter.com/bu3no3QGnr
— Kangana Ranaut (@KanganaTeam) December 3, 2020