মুম্বই : মহারাষ্ট্র সরকারের সঙ্গে সংঘাত চলছেই । আর তার মাঝে আজ রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করলেন কঙ্গনা রানাওয়াত । ছিলেন দিদি রঙ্গোলি চান্দেলও ।
14 সেপ্টেম্বর কঙ্গনার মানালি ফিরে যাওয়ার কথা । তার আগে আজ বিকেল সাড়ে 4টে নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তিনি । সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমার সঙ্গে যা যা কিছু হয়েছে সব তাঁকে জানিয়েছি । আশা করি আমি বিচার পাব । কারণ এর মাধ্যমেই নাগরিকদের বিশেষ করে যুবতিরা প্রশাসনের উপর ভরসা রাখতে পারবেন । রাজ্যপাল আমার সব কথা শুনেছেন, এর জন্য আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করি ।"
-
#WATCH I met Governor Koshyari & told him about unjust treatment I've received. I hope justice will be given to me so that the faith of all citizens including young girls, is restored in the system. I am fortunate that the Governor listened to me like a daughter: Kangana Ranaut pic.twitter.com/aZRohVVUhi
— ANI (@ANI) September 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH I met Governor Koshyari & told him about unjust treatment I've received. I hope justice will be given to me so that the faith of all citizens including young girls, is restored in the system. I am fortunate that the Governor listened to me like a daughter: Kangana Ranaut pic.twitter.com/aZRohVVUhi
— ANI (@ANI) September 13, 2020#WATCH I met Governor Koshyari & told him about unjust treatment I've received. I hope justice will be given to me so that the faith of all citizens including young girls, is restored in the system. I am fortunate that the Governor listened to me like a daughter: Kangana Ranaut pic.twitter.com/aZRohVVUhi
— ANI (@ANI) September 13, 2020
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনাকে । কখনও বলিউডের নেপোটিজ়ম আবার কখনও ইন্ডাস্ট্রির সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি । প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্র পুলিশ ও মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েও । এরপর মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে শিবসেনার ক্ষোভের মুখে পড়েন তিনি ।
এই গোটা বিষয় নিয়ে একাধিকবারই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কঙ্গনা । চলেছিল আক্রমণ পালটা আক্রমণের পালা ।
-
#WATCH Mumbai: Actor #KanganaRanaut and her sister Rangoli meet Maharashtra Governor Bhagat Singh Koshyari at Raj Bhavan. pic.twitter.com/d2e4eq9DFA
— ANI (@ANI) September 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH Mumbai: Actor #KanganaRanaut and her sister Rangoli meet Maharashtra Governor Bhagat Singh Koshyari at Raj Bhavan. pic.twitter.com/d2e4eq9DFA
— ANI (@ANI) September 13, 2020#WATCH Mumbai: Actor #KanganaRanaut and her sister Rangoli meet Maharashtra Governor Bhagat Singh Koshyari at Raj Bhavan. pic.twitter.com/d2e4eq9DFA
— ANI (@ANI) September 13, 2020
এরই মধ্যে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কঙ্গনার পালি হিলসের অফিসে নোটিশ পাঠায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC) । 24 ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছিল তাঁকে । যদিও তা তিনি দেননি । তারপর 9 সেপ্টেম্বর বুলডোজ়ার দিয়ে ওই নির্মাণে ভাঙচুর চালায় BMC । তখন সরাসরি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আক্রমণ করেন অভিনেত্রী । এমনকী কংগ্রেসের অন্তর্বর্তীকালিন সভানেত্রী সোনিয়া গান্ধিকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি ।