ETV Bharat / sitara

মানালিতে ছুটি কাটাতে ব্যস্ত কঙ্গনা - Christmas and New Year

মানালিতে ছুটি কাটাতে গেলেন কঙ্গনা রানাওয়াত । তাঁর বাড়ি সেখানেই । পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করেছেন তিনি । নিউ ইয়ারও তাঁদের সঙ্গেই পালন করবেন বলে ঠিক করেছেন ।

dfg
dfg
author img

By

Published : Dec 29, 2019, 7:27 PM IST

মানালি : সুইৎজ়ারল্যান্ড নয়, মানালিতে ছুটি কাটাতে গেলেন কঙ্গনা রানাওয়াত । তাঁর বাড়ি সেখানেই । পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করেছেন তিনি । নিউ ইয়ারও তাঁদের সঙ্গেই পালন করবেন বলে ঠিক করেছেন ।

বরফের চাদরে ঢেকে রয়েছে গোটা এলাকা । একটু হাঁটতে গেলেই পা ঢুকে যাচ্ছে বরফের মধ্যে । এক ঝলকে দেখলে মনে হবে সুইৎজ়ারল্যান্ডের কোনও এলাকা । কিন্তু, তা একেবারেই নয় । ওটা আসলে মানালি । আর সেখানেই বরফ নিয়ে খেলায় মেতে উঠলেন কঙ্গনা ।

ছুটি কাটাতে বাড়ি গেছেন কঙ্গনা । বরফ নিয়ে খেলায় মেতে ওঠেন তিনি । ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও । কখনও বরফ অন্যদের দিকে ছুড়ে দেন, আবার কখনও দু'হাতে বরফ তুলে তা আকাশের দিকে ছোড়েন ।

সোশ্যাল মিডিয়ায়া একাধিক ছবি পোস্ট করেন তিনি । কালো জিন্স, ব্রাউন বুট ও নীল-কালো জ্যাকেট ও সাদা সোয়েটার পরতে দেখা গিয়েছে তাঁকে ।

আরও একটি ভিডিয়োতে পরিবারের সদস্যদের সঙ্গে একটি বারান্দায় বসে সময় কাটাতে দেখা গেছে কঙ্গনাকে । সেখানে রয়েছেন রঙ্গোলি ও তাঁর ছেলে পৃথ্বীরাজ । এছাড়া আরও অনেকেই রয়েছেন সেখানে । তাঁদের সবাইকে একসঙ্গে একটি লোকগীতি গাইতে শোনা গেছে ।

ক্রিসমাসের দিনও পরিবারের সঙ্গে পালন করেন কঙ্গনা । সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন একাধিক ছবি ।

কাজের দিক থেকে এখন 'থালাইভি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত কঙ্গনা । সেখানে জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন তিনি । কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবিতে তাঁর ফার্স্টলুক । 2020 সালের 26 জুন মুক্তি পাবে ছবিটি ।

এছাড়া 'পাঙ্গা' ছবিতেও অভিনয় করেছেন তিনি । সম্প্রতি মুক্তি পেয়েছে ট্রেলার । সেখানে একজন কবাডি খেলোয়াড়ের চরিত্রে দেখা যাবে । আগামী বছর 24 জানুয়ারি মুক্তি পাবে ওই ছবি ।

মানালি : সুইৎজ়ারল্যান্ড নয়, মানালিতে ছুটি কাটাতে গেলেন কঙ্গনা রানাওয়াত । তাঁর বাড়ি সেখানেই । পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করেছেন তিনি । নিউ ইয়ারও তাঁদের সঙ্গেই পালন করবেন বলে ঠিক করেছেন ।

বরফের চাদরে ঢেকে রয়েছে গোটা এলাকা । একটু হাঁটতে গেলেই পা ঢুকে যাচ্ছে বরফের মধ্যে । এক ঝলকে দেখলে মনে হবে সুইৎজ়ারল্যান্ডের কোনও এলাকা । কিন্তু, তা একেবারেই নয় । ওটা আসলে মানালি । আর সেখানেই বরফ নিয়ে খেলায় মেতে উঠলেন কঙ্গনা ।

ছুটি কাটাতে বাড়ি গেছেন কঙ্গনা । বরফ নিয়ে খেলায় মেতে ওঠেন তিনি । ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও । কখনও বরফ অন্যদের দিকে ছুড়ে দেন, আবার কখনও দু'হাতে বরফ তুলে তা আকাশের দিকে ছোড়েন ।

সোশ্যাল মিডিয়ায়া একাধিক ছবি পোস্ট করেন তিনি । কালো জিন্স, ব্রাউন বুট ও নীল-কালো জ্যাকেট ও সাদা সোয়েটার পরতে দেখা গিয়েছে তাঁকে ।

আরও একটি ভিডিয়োতে পরিবারের সদস্যদের সঙ্গে একটি বারান্দায় বসে সময় কাটাতে দেখা গেছে কঙ্গনাকে । সেখানে রয়েছেন রঙ্গোলি ও তাঁর ছেলে পৃথ্বীরাজ । এছাড়া আরও অনেকেই রয়েছেন সেখানে । তাঁদের সবাইকে একসঙ্গে একটি লোকগীতি গাইতে শোনা গেছে ।

ক্রিসমাসের দিনও পরিবারের সঙ্গে পালন করেন কঙ্গনা । সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন একাধিক ছবি ।

কাজের দিক থেকে এখন 'থালাইভি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত কঙ্গনা । সেখানে জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন তিনি । কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবিতে তাঁর ফার্স্টলুক । 2020 সালের 26 জুন মুক্তি পাবে ছবিটি ।

এছাড়া 'পাঙ্গা' ছবিতেও অভিনয় করেছেন তিনি । সম্প্রতি মুক্তি পেয়েছে ট্রেলার । সেখানে একজন কবাডি খেলোয়াড়ের চরিত্রে দেখা যাবে । আগামী বছর 24 জানুয়ারি মুক্তি পাবে ওই ছবি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.