ETV Bharat / sitara

অভিনয়ের পাশাপাশি বিকল্প রোজগারের পথ খুঁজছেন কঙ্গনা ! - কঙ্গনা রানাওয়াতের খবর

প্রযোজনা সংস্থা খুলেছেন আগেই । এবার রেস্তোরাঁ খুলতে চলেছেন কঙ্গনা রানাওয়াত । জন্মস্থান মানালিতে ক্যাফেটেরিয়া কাম রেস্টুরেন্ট খুলতে চলেছেন অভিনেত্রী । প্রস্তুতির ঝলক শেয়ার করলেন তিনি ।

kanagana ranaut food business
kanagana ranaut food business
author img

By

Published : Feb 23, 2021, 3:36 PM IST

মুম্বই : অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের ক্যারিয়ার সীমিত । একটা বয়স পেরিয়ে গেলে মুখ্য চরিত্রে অভিনয় করা কঠিন হয়ে পড়ে । তাই উপার্জন করতে করতে অন্য ব্যবসা শুরু করে দেন তাঁরা । যেমন আলিয়ার জামাকাপড়ের ব্যবসা, ক্যাটরিনার মেকআপের ব্যবসা, শিল্পার ফিটনেস অ্যাপের ব্যবসা ইত্যাদি ।

সম্প্রতি কঙ্গনা রানাওয়াত নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন । তাঁর সব ছবি এবার তিনিই প্রোডিউস করবেন আন্দাজ করা যায় । এর সঙ্গে আরও এক নতুন উদ্যোগে মাতলেন অভিনেত্রী । শুরু করবেন রেস্তোরাঁর ব্যবসা ।

কঙ্গনা নিজেই টুইটারে জানিয়েছেন এই খবর । সম্ভবত বিল্ডারদের সঙ্গে মিটিং করছিলেন তিনি । সেই অবস্থাতেই ক্যামেরাবন্দী করা হয় অভিনেত্রীকে ।

ছবিগুলো শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "সিনেমা ছাড়াও আমার একটি প্যাশন আছে, সেটা হল খাবার । এবার সেই ইন্ডাস্ট্রির দিকে ছোট্টো ছোট্টো পায়ে এগোচ্ছি । মানালিতে আমার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট খুলতে চলেছি আমি ।"

সবার আশীর্বাদ চেয়ে নিয়েছেন কঙ্গনা । দেখে নিন তাঁর পোস্ট...

  • Sharing my new venture my dream with you all,something which will bring us closer,other than movies my other passion food, taking baby steps in to FnB industry,building my first cafe and restaurant in Manali, thanks to my terrific team dreaming of something spectacular. Thanks 🙏 pic.twitter.com/AJT0NVPAV2

    — Kangana Ranaut (@KanganaTeam) February 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের ক্যারিয়ার সীমিত । একটা বয়স পেরিয়ে গেলে মুখ্য চরিত্রে অভিনয় করা কঠিন হয়ে পড়ে । তাই উপার্জন করতে করতে অন্য ব্যবসা শুরু করে দেন তাঁরা । যেমন আলিয়ার জামাকাপড়ের ব্যবসা, ক্যাটরিনার মেকআপের ব্যবসা, শিল্পার ফিটনেস অ্যাপের ব্যবসা ইত্যাদি ।

সম্প্রতি কঙ্গনা রানাওয়াত নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন । তাঁর সব ছবি এবার তিনিই প্রোডিউস করবেন আন্দাজ করা যায় । এর সঙ্গে আরও এক নতুন উদ্যোগে মাতলেন অভিনেত্রী । শুরু করবেন রেস্তোরাঁর ব্যবসা ।

কঙ্গনা নিজেই টুইটারে জানিয়েছেন এই খবর । সম্ভবত বিল্ডারদের সঙ্গে মিটিং করছিলেন তিনি । সেই অবস্থাতেই ক্যামেরাবন্দী করা হয় অভিনেত্রীকে ।

ছবিগুলো শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "সিনেমা ছাড়াও আমার একটি প্যাশন আছে, সেটা হল খাবার । এবার সেই ইন্ডাস্ট্রির দিকে ছোট্টো ছোট্টো পায়ে এগোচ্ছি । মানালিতে আমার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট খুলতে চলেছি আমি ।"

সবার আশীর্বাদ চেয়ে নিয়েছেন কঙ্গনা । দেখে নিন তাঁর পোস্ট...

  • Sharing my new venture my dream with you all,something which will bring us closer,other than movies my other passion food, taking baby steps in to FnB industry,building my first cafe and restaurant in Manali, thanks to my terrific team dreaming of something spectacular. Thanks 🙏 pic.twitter.com/AJT0NVPAV2

    — Kangana Ranaut (@KanganaTeam) February 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.