ETV Bharat / sitara

অনুরাগের পাশে কালকি - Kalki supports Anurag MeToo row

অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন পায়েল ঘোষ । যদিও প্রাক্তন স্বামীর বিরুদ্ধে তোলা এই অভিযোগ মানতে রাজি নন অভিনেত্রী কালকি কেঁকলা । সম্প্রতি সোশাল মিডিয়ায় প্রাক্তন স্বামীর সমর্থনে একটি পোস্ট করেন তিনি ।

asd
asd
author img

By

Published : Sep 21, 2020, 4:27 PM IST

Updated : Sep 21, 2020, 10:38 PM IST

মুম্বই : পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । যদিও পায়েলের এই অভিযোগ মানতে নারাজ বলিউডের একাধিক অভিনেত্রী । তবে শুধু অভিনেত্রীরাই নয় । এই লড়াইয়ে পরিচালকের পাশে রয়েছেন তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজও । আর এবার অনুরাগের পাশে দাঁড়ালেন তাঁর দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী কালকি কেঁকলাও ।

আজ টুইটারে একটি পোস্ট করেন কালকি । লেখেন, "প্রিয় অনুরাগ, এই সোশাল মিডিয়া সার্কাসের মধ্যে জড়িয়ে পড়ো না, নারীদের অধিকার রক্ষার লড়াই দিনের পর দিন তুমি চিত্রনাট্যের মাধ্যমে বড় পরদায় তুলে ধরেছ । কাজের জায়গা ও ব্যক্তিগত পরিসরেও সব সময় তুমি নারীদের সমান মর্যাদা দিয়েছ । আমি নিজে এর সাক্ষী । বিবাহ বিচ্ছেদের পরও আমার সম্মানের জন্য রুখে দাঁড়িয়েছিলে তুমি । সম্পর্কে জড়ানোর আগেও, কাজের জায়গায় যখন নিরাপত্তাহীনতা বোধ করেছি, তখনই তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে । "

এরপর তিনি আরও লেখেন, "এটা একটা আশ্চর্য সময়, যেখানে অনুশোচনা ছাড়াই পরস্পরকে অপমান করে চলেছি আমরা । মিথ্যে অভিযোগ এনেও পার পেয়ে যাচ্ছে অনেকে, যা অত্যন্ত বিপজ্জনক এবং ঘৃণ্য । আর এর ফলে পরিবার, বন্ধু ও সম্পর্ক সব কিছুর ক্ষতি করছে । এই ভার্চুয়াল কাদা ছোড়াছুড়ির জায়গার বাইরেও একটা সম্মানজনক জায়গা রয়েছে, যেখানে তোমার মনোযোগ দেওয়া দরকার । মনকে শক্ত রাখো আর যে কাজ করছ তা করে যাও ।"

দেখুন কালকির পোস্ট...

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অনুরাগ । এই অভিযোগ 'পুরোপুরি ভিত্তিহীন' বলে টুইটে সাফ জানিয়ে দিয়েছেন পরিচালক ।

মুম্বই : পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । যদিও পায়েলের এই অভিযোগ মানতে নারাজ বলিউডের একাধিক অভিনেত্রী । তবে শুধু অভিনেত্রীরাই নয় । এই লড়াইয়ে পরিচালকের পাশে রয়েছেন তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজও । আর এবার অনুরাগের পাশে দাঁড়ালেন তাঁর দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী কালকি কেঁকলাও ।

আজ টুইটারে একটি পোস্ট করেন কালকি । লেখেন, "প্রিয় অনুরাগ, এই সোশাল মিডিয়া সার্কাসের মধ্যে জড়িয়ে পড়ো না, নারীদের অধিকার রক্ষার লড়াই দিনের পর দিন তুমি চিত্রনাট্যের মাধ্যমে বড় পরদায় তুলে ধরেছ । কাজের জায়গা ও ব্যক্তিগত পরিসরেও সব সময় তুমি নারীদের সমান মর্যাদা দিয়েছ । আমি নিজে এর সাক্ষী । বিবাহ বিচ্ছেদের পরও আমার সম্মানের জন্য রুখে দাঁড়িয়েছিলে তুমি । সম্পর্কে জড়ানোর আগেও, কাজের জায়গায় যখন নিরাপত্তাহীনতা বোধ করেছি, তখনই তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে । "

এরপর তিনি আরও লেখেন, "এটা একটা আশ্চর্য সময়, যেখানে অনুশোচনা ছাড়াই পরস্পরকে অপমান করে চলেছি আমরা । মিথ্যে অভিযোগ এনেও পার পেয়ে যাচ্ছে অনেকে, যা অত্যন্ত বিপজ্জনক এবং ঘৃণ্য । আর এর ফলে পরিবার, বন্ধু ও সম্পর্ক সব কিছুর ক্ষতি করছে । এই ভার্চুয়াল কাদা ছোড়াছুড়ির জায়গার বাইরেও একটা সম্মানজনক জায়গা রয়েছে, যেখানে তোমার মনোযোগ দেওয়া দরকার । মনকে শক্ত রাখো আর যে কাজ করছ তা করে যাও ।"

দেখুন কালকির পোস্ট...

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অনুরাগ । এই অভিযোগ 'পুরোপুরি ভিত্তিহীন' বলে টুইটে সাফ জানিয়ে দিয়েছেন পরিচালক ।

Last Updated : Sep 21, 2020, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.