মুম্বই : বিশ্ব উষ্ণায়ন হোক বা অসময়ের বৃষ্টি, প্রকৃতির এরকম অনেক বিপর্যয়ের জন্যই দায়ি গাছ কাটা। গাছ লাগিয়ে আমরা পৃথিবীর অনেক সমস্যার হাত থেকে উদ্ধার পেতে পারি আর সেটাই আমাদের ধর্ম হওয়া উচিত। এই বার্তা নিয়ে এগিয়ে এলেন তনিশা মুখার্জি, যিনি প্রতিষ্ঠা করেছেন 'স্ট্যাম্প' নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ট্যাগলাইন হল, 'অ্যা ট্রি ফর টুমরো'। তনিশার পাশে দাঁড়ালেন দিদি কাজল, মা তনুজা ও বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ।
কাজল এদিন রসিকতা করে বলেন, "গাছ যদি ওয়াই-ফাই দিত, তাহলে প্রত্যেকে চারিদিকে গাছ লাগাত। এটা খুবই দুঃখের যে, গাছ শুধুমাত্র অক্সিজেন দেয় আমাদের প্রশ্বাস নেওয়ার জন্য।" সিরিয়াস নোটে তিনি বলেন, "বাড়ির বাইরে বেরোন, গাছ লাগানোর জায়গা খুঁজুন, গাছ লাগান। অন্তত নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।"
জ্যাকি শ্রফও এদিন উপস্থিত ছিলেন গাছ লাগানোর এই উদ্য়োগে। নিজের স্টাইলেই তিনি বলেন, "গাছ লাগিয়ে আমি এই পৃথিবীর কোনও উপকার করিনি। এটার সবার কাজ। গাছ লাগালে লাগাও, নাহলে জ্বলে মর।"
দেখে নিন ভিডিয়ো...