মুম্বই : লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন সবাই । বন্ধ শুটিং । তাই হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । বাড়িতেই এখন সময় কাটছে তাঁদের । তবে এই সময় শুটিং ও মেকআপকে মিস করছেন অনেকেই । ব্যতিক্রমী হলেন জুহি চাওলা ।
লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন জুহি । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন । কিন্তু, ভালো পোশাক ও মেকআপকে একেবারেই মিস করছেন না বলে জানিয়েছেন তিনি । এখন পাজামাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন ।
সম্প্রতি বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন । যেখানে তাঁর পরনে রয়েছে পিঙ্ক সালোওয়াড় । সম্ভবত কোনও ছবির শুটিংয়ের সময় তোলা হয় ছবিগুলি । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমি এখন ভালো পোশাক ও মেকআপকে একেবারেই মিস করছি না...পাজামা ও চুলে তেল মেখেই আনন্দ পাচ্ছি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পোশাক বা মেকআপ কোনওটাকে মিস না করলেও শুটিংয়ের সময়কার মুহূর্তগুলোকে মিস করছেন জুহি । ক্যাপশনে তিনি আরও লেখেন, "কিন্তু, শুটিংয়ের সময়কার ক্যামেরার পিছনের মুহূর্তগুলোকে খুবই মিস করছি ।"
লকডাউনের মধ্যে বাড়িতে গাছপালাও লাগিয়েছেন জুহি । সারা বছর কাজের চাপে সময় পান না । তাই এই অফুরন্ত সময়ের মধ্যে এখন যেটা মন চাইছে সেটাই করছেন । বাগানে মেথি, টম্যাটো সহ বেশ কিছু গাছ লাগান তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কাজের দিক থেকে ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এ অভিনয় করেছিলেন জুহি । এ বছরের ফেব্রুয়ারিতেই শেষ হয় ছবির শুটিং । সব ঠিক থাকলে 2021-এ মুক্তি পাবে ছবিটি ।