নিউ দিল্লি : ফ্লোরার অভিযোগ যে, কোনও অনুমতি ছাড়াই তাঁর সৃষ্টি করা পোস্টারের ধাঁচে তৈরি হয়েছে 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র পোস্টার।
সোশাল মিডিয়ায় নিজের তৈরি করা পোস্টার ও 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র পোস্টার দিয়ে একটা কোলাজ তৈরি করেছেন ফ্লোরা। ক্যাপশনে লিখেছেন, "কোনও মিল পাচ্ছ? এটা একটা জনপ্রিয় বলিউড ছবি 'জাজমেন্টাল হ্য়ায় কেয়া'-র পোস্টার। ওরা আমার থেকে কোনও অনুমতি নেয়নি বা আমায় খোঁজার চেষ্টা করেনি।"
ফ্লোরা আরও লেখেন, "আমার মতো ফ্রিলান্সারের কাজ চুরি করছে এরকম একটা বড় কোম্পানি। এটা খুবই লজ্জার।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
রাজকুমার রাওয়ের শেয়ার করা একটি পোস্টারও রিটুইট করেছেন ফ্লোরা। লিখেছেন, "এটা তো আমায় কিছু একটা মনে করাচ্ছে। দাঁড়াও...এটা তো পুরো আমারই কাজ।"
যদিও 'জাজমেন্টাল হ্য়ায় কেয়া'-র নির্মাতাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।