ETV Bharat / sitara

একাধিক হিট ছবি প্রযোজনা করার পর জন আব্রাহামের নতুন প্রযোজিত ছবি তারা ভার্সেস বিলাল - হর্ষবর্ধন রানের খবর

অভিনেতা ও প্রযোজক জন আব্রাহাম ইতিমধ্যেই দর্শককে ভিকি ডোনার, মাদ্রাস ক্যাফে, পরমাণু : দ্য স্টোরি অফ পোখরান ও বাটলা হাউস ছবির মতন একাধিক হিট ছবি প্রযোজনা করে উপহার দিয়ে ফেলেছেন ৷ এবার তাঁরই প্রযোজিত আর এক নতুন ছবি দেখতে পাবেন দর্শক ৷ যার নাম তারা ভার্সেস বিলাল ৷

latest news of John Abraham
তারা ভার্সেস বিলাল, ছবি সৌজন্য সোশাল মিডিয়া
author img

By

Published : Apr 5, 2021, 6:35 PM IST

মুম্বই , 5 এপ্রিল : বলিউড অভিনেতা ও প্রযোজক জন আব্রাহাম প্রযোজিত নতুন ছবি তারা ভার্সেস বিলাল ৷ সমর শেখ পরিচালিত এই ছবিতে অভিনয়ে করতে দেখা যাবে হর্ষবর্ধন রানে ও অঙ্গিরা ধরকে ৷

48 বছর বয়সি এই অভিনেতা খুব অল্প সময়ের মধ্যেই নায়ক হয়ে ওঠেন বলিউডের ৷ তাঁর ফিট শরীর ও অসাধারণ অভিনয়ের সুবাদেই দর্শকের হৃদয় জয় করে নিয়েছিলেন তিনি ৷

তবে প্রতিভাবান এই অভিনেতা একজন দক্ষ প্রযোজকও ৷ ভিকি ডোনার, মাদ্রাস ক্যাফে, পরমাণু : দ্য স্টোরি অফ পোখরান ও বাটলা হাউস ছবির মতন একাধিক হিট ছবি তিনি প্রযোজনা করে ফেলেছেন ৷

এবার তাঁর নতুন ছবি তারা ভার্সেস বিলাল ৷ ছবিটি সম্পর্কে জন আব্রাহাম জানান, সাধারন মানুষের জীবনের একটি সুন্দর দিককে কেন্দ্র করেই তৈরি হচ্ছে এই ছবি ৷ ছবির শুটিং শুরু হবে চলতি মাসের শেষে অথবা মে মাসের শুরুতে ৷ ছবির পরিচালনায় থাকবেন সমর শেখ ৷

হর্ষবর্ধন রানের সনম তেরি কসম ও অঙ্গিরা ধরের ওয়ের সিরিজ ব্যঙ্গ বাজা বরাত এই দুই ছবিই দর্শকদের বেশ পছন্দ হয়েছিল ৷ তাই আশা করা যায় এবারও তাঁরা নিরাশ করবেন না তাঁদের ভক্তদের ৷

অন্যদিকে বেশ টানটান কমসূচির মধ্যে দিয়ে চলছেন জন ৷ সম্প্রতি তাঁকেও যশ রাজ ফিল্মের পরবর্তী ছবি এক ভিলেন রিটার্নসে দেখতে পাবেন দর্শক ৷

মুম্বই , 5 এপ্রিল : বলিউড অভিনেতা ও প্রযোজক জন আব্রাহাম প্রযোজিত নতুন ছবি তারা ভার্সেস বিলাল ৷ সমর শেখ পরিচালিত এই ছবিতে অভিনয়ে করতে দেখা যাবে হর্ষবর্ধন রানে ও অঙ্গিরা ধরকে ৷

48 বছর বয়সি এই অভিনেতা খুব অল্প সময়ের মধ্যেই নায়ক হয়ে ওঠেন বলিউডের ৷ তাঁর ফিট শরীর ও অসাধারণ অভিনয়ের সুবাদেই দর্শকের হৃদয় জয় করে নিয়েছিলেন তিনি ৷

তবে প্রতিভাবান এই অভিনেতা একজন দক্ষ প্রযোজকও ৷ ভিকি ডোনার, মাদ্রাস ক্যাফে, পরমাণু : দ্য স্টোরি অফ পোখরান ও বাটলা হাউস ছবির মতন একাধিক হিট ছবি তিনি প্রযোজনা করে ফেলেছেন ৷

এবার তাঁর নতুন ছবি তারা ভার্সেস বিলাল ৷ ছবিটি সম্পর্কে জন আব্রাহাম জানান, সাধারন মানুষের জীবনের একটি সুন্দর দিককে কেন্দ্র করেই তৈরি হচ্ছে এই ছবি ৷ ছবির শুটিং শুরু হবে চলতি মাসের শেষে অথবা মে মাসের শুরুতে ৷ ছবির পরিচালনায় থাকবেন সমর শেখ ৷

হর্ষবর্ধন রানের সনম তেরি কসম ও অঙ্গিরা ধরের ওয়ের সিরিজ ব্যঙ্গ বাজা বরাত এই দুই ছবিই দর্শকদের বেশ পছন্দ হয়েছিল ৷ তাই আশা করা যায় এবারও তাঁরা নিরাশ করবেন না তাঁদের ভক্তদের ৷

অন্যদিকে বেশ টানটান কমসূচির মধ্যে দিয়ে চলছেন জন ৷ সম্প্রতি তাঁকেও যশ রাজ ফিল্মের পরবর্তী ছবি এক ভিলেন রিটার্নসে দেখতে পাবেন দর্শক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.