মুম্বই : জয়ললিতার জীবন সত্যিই একটা সিনেমার মতো। আর সিনেমা কোথাও গিয়ে জীবন থেকেই অনুপ্রাণিত হয়। তাই তাঁকে নিয়ে ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন A.L.বিজয়। জয়ললিতার চরিত্রে বেছেছেন কঙ্গনা রানাওয়াতকে। কিন্তু, নিজের বায়োপিকে কঙ্গনাকে নয়, ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখতে চেয়েছিলেন জয়ললিতা।
অভিনেত্রী সিমি গেরওয়ালের সঙ্গে একটি জনপ্রিয় চ্যাট শোয়ে অতিথি হিসেবে এসেছিলেন জয়ললিতা। তাঁকে সঞ্চালিকা প্রশ্ন করেন যে, "যদি আপনাকে নিয়ে ছবি তৈরি হয়, তাহলে কাকে আপনি নিজের চরিত্রে দেখতে চাইবেন?"
প্রথমে জয়ললিতা উত্তর দেন যে, "আমি মনে করি না আমার জীবন থেকে কোনও ছবি তৈরি হতে পারে।" কিন্তু, সিমি তারপরেও প্রশ্ন করেন যে, "যদি ধরুন আপনার জীবন নিয়ে সত্যিই কোনও ছবি তৈরি হয়ে গেল, তাহলে কাকে আপনার চরিত্রে দেখলে খুশি হবেন আপনি?"
তখন জয়ললিতা একটুও না ভেবে একবাক্যে উত্তর দেন, "ঐশ্বরিয়া। আমার মনে হয় আমার অল্প বয়সের দৃশ্যে অভিনয় করার জন্য় ও একেবারে যোগ্য়। তবে আমার পরবর্তী কালের চেহারা ফুটিয়ে তোলা একটু কঠিন হয়ে উঠবে।"
জয়ললিতা হিসেবে কঙ্গনা রানাওয়াতের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। তবে তাঁর লুক নিয়ে দ্বিধাবিভক্ত ভক্তরা। প্রস্থেটিক মেকআপের ভারে তাঁকে জয়ললিতার বদলে 'চাচি 420'-এর চাচির মতো মনে হচ্ছে বলে দাবি অনেকেরই। ছবির মুক্তি 2020 সালের 20 ফেব্রুয়ারি।