ETV Bharat / sitara

কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের জাভেদ আখতারের - defamation complaint against Kangana

সম্মান নষ্ট করার অভিযোগ তুলে আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন জাভেদ আখতার । এই মামলার শুনানি 3 ডিসেম্বর ।

sd
zsd
author img

By

Published : Nov 4, 2020, 10:35 AM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন জাভেদ আখতার । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ আখতারের বিরুদ্ধে তিনি মানহানিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ । আর সেই মন্তব্যের প্রেক্ষিতেই আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জাভেদ আখতার ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড ইন্ডাস্ট্রির নেপোটিজ়ম, ফেভারিটিজ়ম সহ একাধিক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনাকে । অভিনেতার মৃত্যুর জন্য বলিউডের প্রথম সারির একাধিক প্রযোজক, পরিচালক, অভিনেতাকে দায়ি করেন তিনি । সেই তালিকা থেকে বাদ যাননি জাভেদ আখতারও ।

তবে ঘটনার সূত্রপাত হয়েছিল অনেক আগেই । হৃত্বিক রোশনের সঙ্গে কঙ্গনার ঝামেলার খবর কারও অজানা নয় । সেই বিবাদের সময় নাকি নিজেদের দীর্ঘদিনের বন্ধু রোশন পরিবারের পাশে দাঁড়িয়ে কঙ্গনাকে রীতিমতো ‘শাসিয়েছিলেন’ জাভেদ । জুলাই মাসে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কঙ্গনা বলেছিলেন, "এক সময় জাভেদ তাঁর বাড়িতে আমায় ডাকেন । বলেন রাকেশ রোশন আর তাঁর পরিবার খুবই ক্ষমতাশালী । তাই আমার উচিত অবিলম্বে ওঁদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া । ক্ষমা না চাইলে আমার কোথাও যাওয়ার নেই । আমাকে জেলে যেতে হবে । আমি ধ্বংস হয়ে যাব । আত্মহত্যা ছাড়া আমার আর কোনও পথ খোলা থাকবে না ।"

এছাড়া সুশান্তের মুত্যু মামলাতেও জাভেদের নাম জড়িয়েছিলেন কঙ্গনা । বলেছিলেন, "বলিউড পরিচালিত হয় মাফিয়ার দ্বারা । জাভেদ আখতারও সেই মাফিয়াদের একটা অংশ ।" কঙ্গনার এই বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । বিষয়টি মোটেই ভালোভাবে নেননি জাভেদ । এ প্রসঙ্গে তিনি বলেন, "ওই ভিডিয়োতে কঙ্গনা আমার সম্পর্কে যে মন্তব্য করেছে তা অপমানজনক । এই ভিডিয়ো বহু মানুষ দেখেছেন । এভাবে আমার সম্মান নষ্ট করা হচ্ছে ।" এই অভিযোগ তুলে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি ।

এই মামলার শুনানি 3 ডিসেম্বর ।

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন জাভেদ আখতার । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ আখতারের বিরুদ্ধে তিনি মানহানিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ । আর সেই মন্তব্যের প্রেক্ষিতেই আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জাভেদ আখতার ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড ইন্ডাস্ট্রির নেপোটিজ়ম, ফেভারিটিজ়ম সহ একাধিক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনাকে । অভিনেতার মৃত্যুর জন্য বলিউডের প্রথম সারির একাধিক প্রযোজক, পরিচালক, অভিনেতাকে দায়ি করেন তিনি । সেই তালিকা থেকে বাদ যাননি জাভেদ আখতারও ।

তবে ঘটনার সূত্রপাত হয়েছিল অনেক আগেই । হৃত্বিক রোশনের সঙ্গে কঙ্গনার ঝামেলার খবর কারও অজানা নয় । সেই বিবাদের সময় নাকি নিজেদের দীর্ঘদিনের বন্ধু রোশন পরিবারের পাশে দাঁড়িয়ে কঙ্গনাকে রীতিমতো ‘শাসিয়েছিলেন’ জাভেদ । জুলাই মাসে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কঙ্গনা বলেছিলেন, "এক সময় জাভেদ তাঁর বাড়িতে আমায় ডাকেন । বলেন রাকেশ রোশন আর তাঁর পরিবার খুবই ক্ষমতাশালী । তাই আমার উচিত অবিলম্বে ওঁদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া । ক্ষমা না চাইলে আমার কোথাও যাওয়ার নেই । আমাকে জেলে যেতে হবে । আমি ধ্বংস হয়ে যাব । আত্মহত্যা ছাড়া আমার আর কোনও পথ খোলা থাকবে না ।"

এছাড়া সুশান্তের মুত্যু মামলাতেও জাভেদের নাম জড়িয়েছিলেন কঙ্গনা । বলেছিলেন, "বলিউড পরিচালিত হয় মাফিয়ার দ্বারা । জাভেদ আখতারও সেই মাফিয়াদের একটা অংশ ।" কঙ্গনার এই বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । বিষয়টি মোটেই ভালোভাবে নেননি জাভেদ । এ প্রসঙ্গে তিনি বলেন, "ওই ভিডিয়োতে কঙ্গনা আমার সম্পর্কে যে মন্তব্য করেছে তা অপমানজনক । এই ভিডিয়ো বহু মানুষ দেখেছেন । এভাবে আমার সম্মান নষ্ট করা হচ্ছে ।" এই অভিযোগ তুলে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি ।

এই মামলার শুনানি 3 ডিসেম্বর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.