মুম্বই : কাঠুয়া ধর্ষণ ও খুনের মামলার রায় বেরিয়েছে সম্প্রতি। এই রায় নিয়ে দ্বিধাবিভক্ত দেশ। নিজের মতামত প্রকাশ করলেন জাভেদ আখতার।
এক প্রেস মিটে এসে তিনি বললেন, "আমি শুনেছি, জাবজ্জীবন কারাদণ্ডের রায় শুনে অনেকে অসন্তুষ্ট হয়েছেন। তাঁরা ফাঁসির আদেশ শুনতে চেয়েছিলেন। সত্যি বলছি, ফাঁসির আদেশ ভালো না খারাপ এই নিয়ে আমার পরিষ্কার ধারণা নেই।"
তিনি আরও বলেন, "ফাঁসির আদেশ ধর্ষককে দমাতে পারে না। ফাঁসি দিলে অপরাধের মাত্রাও কমে যায় না। তবে আমি এটাও আশা করব না যে, দু-তিন বছর পর অপরাধীরা জেল থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসুক। অনেক ক্ষেত্রেই যেটা হয়ে থাকে। এই ক্ষেত্রে যেন অপরাধীরা সেই সুযোগ না পায়।"
শুনে নিন জাভেদ আখতারের বক্তব্য...