ETV Bharat / sitara

37 বছর পর শাবানার বিউটি স্পট নজরে এল জাভেদের, সৌজন্যে লকডাউন - শাবানা আজ়মির খবর

এই লকডাউনে যেন নতুন করে প্রেমে পড়লেন জাভেদ আখতার আর শাবানা আজ়মি । 37 বছর পর শাবানার বিউটি স্পট নজরে এল জাভেদের । বাড়িতে একসঙ্গে কাটানো সময়টা এভাবেই সেলিব্রেট করছেন বর্ষীয়ান দম্পতি ।

javed akhtar did not notice shavan's beauty spot
javed akhtar did not notice shavan's beauty spot
author img

By

Published : Apr 27, 2020, 5:10 PM IST

Updated : Apr 27, 2020, 5:45 PM IST

মুম্বই : লকডাউনে বাড়িবন্দী সবাই । অনেকেরই হয়তো এই বন্দীদশা ভালো লাগছে না । তবে জাভেদ আর শাবানা নিজেদের নতুন করে খুঁজে পাচ্ছেন সময়টাতে । 37 বছর পর শাবানার ঠোঁটের নিচে থাকা বিউটি স্পট নজরে এল জাভেদের ।

সম্প্রতি এক ভার্চুয়াল সাক্ষাৎকারে শাবানা জানালেন, "এই লকডাউনে একদিন জাভেদ আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, 'তোমার এই বিউটি স্পটটা কবে হল ?' আমি তো শুনে অবাক ।"

কেন অবাক ? কারণ শাবানা ওই স্পট নিয়েই জন্মেছিলেন, বার্থ মার্ক বলা যেতে পারে আর 37 বছর একসঙ্গে থাকার পরও জাভেদ কোনওদিন লক্ষ্য়ই করেননি শাবানার ঠোঁটের নিচে সেই বিউটি স্পট ? রোম্যান্টিক লেখকের এই আনরোম্যান্টিক ব্যবহারে একেবারে হতভম্ব শাবানা ।

javed akhtar did not notice shavan's beauty spot
একসঙ্গে..

তবে স্ত্রীয়ের রাগকে বেশিদূর বাড়তে দিলেন না জাভেদ । মান ভাঙাতে তিনি বললেন, "আরে আমি তো 37 ধরে শুধু তোমার চোখগুলোই দেখে গেছি..." পাশে তখন লাজুক মুখে হাসছেন শাবানা ।

শাবানা আজ়মি আর জাভেদ আখতার বলিউডের অন্যতম সফল দম্পতি । এই প্রজন্মের কাছে তাঁরা রীতিমতো কাপল গোল সেট করতে পারেন । এই লকডাউনে যেন আরও একটু সমৃদ্ধ হল দু'জনের প্রেম । 37 বছর পরে হলেও, জাভেদ দেখতে পেলেন শাবানার ঠোঁটের নিচে থাকা সেই বিউটি স্পট । লকডাউনে কিছু তো ভালো হল...

মুম্বই : লকডাউনে বাড়িবন্দী সবাই । অনেকেরই হয়তো এই বন্দীদশা ভালো লাগছে না । তবে জাভেদ আর শাবানা নিজেদের নতুন করে খুঁজে পাচ্ছেন সময়টাতে । 37 বছর পর শাবানার ঠোঁটের নিচে থাকা বিউটি স্পট নজরে এল জাভেদের ।

সম্প্রতি এক ভার্চুয়াল সাক্ষাৎকারে শাবানা জানালেন, "এই লকডাউনে একদিন জাভেদ আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, 'তোমার এই বিউটি স্পটটা কবে হল ?' আমি তো শুনে অবাক ।"

কেন অবাক ? কারণ শাবানা ওই স্পট নিয়েই জন্মেছিলেন, বার্থ মার্ক বলা যেতে পারে আর 37 বছর একসঙ্গে থাকার পরও জাভেদ কোনওদিন লক্ষ্য়ই করেননি শাবানার ঠোঁটের নিচে সেই বিউটি স্পট ? রোম্যান্টিক লেখকের এই আনরোম্যান্টিক ব্যবহারে একেবারে হতভম্ব শাবানা ।

javed akhtar did not notice shavan's beauty spot
একসঙ্গে..

তবে স্ত্রীয়ের রাগকে বেশিদূর বাড়তে দিলেন না জাভেদ । মান ভাঙাতে তিনি বললেন, "আরে আমি তো 37 ধরে শুধু তোমার চোখগুলোই দেখে গেছি..." পাশে তখন লাজুক মুখে হাসছেন শাবানা ।

শাবানা আজ়মি আর জাভেদ আখতার বলিউডের অন্যতম সফল দম্পতি । এই প্রজন্মের কাছে তাঁরা রীতিমতো কাপল গোল সেট করতে পারেন । এই লকডাউনে যেন আরও একটু সমৃদ্ধ হল দু'জনের প্রেম । 37 বছর পরে হলেও, জাভেদ দেখতে পেলেন শাবানার ঠোঁটের নিচে থাকা সেই বিউটি স্পট । লকডাউনে কিছু তো ভালো হল...

Last Updated : Apr 27, 2020, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.