ETV Bharat / sitara

শেষ 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল'-এর শুটিং - Pankaj Tripathi

শেষ 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল'-এর শুটিং । সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন জাহ্নবী কাপুর ।

df
fg
author img

By

Published : Dec 28, 2019, 6:49 PM IST

মুম্বই : শেষ হল 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল'-এর শুটিং । সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন জাহ্নবী কাপুর । ছবিতে দেশের প্রথম মহিলা পাইলটের চরিত্রে অভিনয় করেছেন তিনি ।

শুটিং চলাকালীন পরিচালক শরণ শর্মার সঙ্গে একাধিক ছবি তোলেন তিনি । কখনও কোনও দৃশ্য বোঝানোর ছবি আবার কখনও চপারের সামনে বসে ছবি তোলেন দু'জনে । ছবির ক্যাপশনে জাহ্নবী লেখেন, "ছবির ক্যাপশনে কী লিখব তা দু'দিন ধরে ভেবে পাচ্ছিলাম না । ছবির শুটিং শেষ হয়েছে । আর এই জার্নিটার অংশ হতে পেরে আমি খুবই গর্বিত ।"

গত বছর লখনউতে শুরু হয়েছিল ছবির শুটিং । এছাড়া জর্জিয়ায় হয় শুটিং । ছবিতে গুঞ্জনের বাবার ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী । ভাইয়ের চরিত্রে অভিনয় করেন অঙ্গদ বেদি । কিছুদিন আগেই জাহ্নবীর কাজের প্রশংসা করে অঙ্গদ বলেন, "জাহ্নবী খুব পরিশ্রমী ও ট্যালেন্টেড"।

গুঞ্জন সাক্সেনার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন জাহ্নবী । লেখেন, "গুঞ্জন ম্যাম আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা । বীরত্ব ও পরিশ্রমের আসল মানে আমাকে শেখানোর জন্য অনেক ধন্যবাদ । আপনি একজন অনুপ্রেরণা । আপনার গল্প আমাকে নিজের উপর বিশ্বাস করতে শিখিয়েছে । আশাকরি অন্যদেরও একইভাবে সাহায্য করবে ।"

1999 সালে কার্গিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গুঞ্জন সাক্সেনা । জখম জওয়ানদের বিমানে করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যেতেন তিনি । গোলা, গুলি কোনও কিছুকে গুরুত্ব না দিয়ে জওয়ানদের অন্যত্র নিয়ে যেতেন । নির্ভীকতার জন্য শৌর্য্য চক্র সম্মানে সম্মানিত করা হয় তাঁকে ।

তাঁর জীবনীর উপর তৈরি ছবি মুক্তি পাবে 2020 সালের 13 মার্চ ।

মুম্বই : শেষ হল 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল'-এর শুটিং । সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন জাহ্নবী কাপুর । ছবিতে দেশের প্রথম মহিলা পাইলটের চরিত্রে অভিনয় করেছেন তিনি ।

শুটিং চলাকালীন পরিচালক শরণ শর্মার সঙ্গে একাধিক ছবি তোলেন তিনি । কখনও কোনও দৃশ্য বোঝানোর ছবি আবার কখনও চপারের সামনে বসে ছবি তোলেন দু'জনে । ছবির ক্যাপশনে জাহ্নবী লেখেন, "ছবির ক্যাপশনে কী লিখব তা দু'দিন ধরে ভেবে পাচ্ছিলাম না । ছবির শুটিং শেষ হয়েছে । আর এই জার্নিটার অংশ হতে পেরে আমি খুবই গর্বিত ।"

গত বছর লখনউতে শুরু হয়েছিল ছবির শুটিং । এছাড়া জর্জিয়ায় হয় শুটিং । ছবিতে গুঞ্জনের বাবার ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী । ভাইয়ের চরিত্রে অভিনয় করেন অঙ্গদ বেদি । কিছুদিন আগেই জাহ্নবীর কাজের প্রশংসা করে অঙ্গদ বলেন, "জাহ্নবী খুব পরিশ্রমী ও ট্যালেন্টেড"।

গুঞ্জন সাক্সেনার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন জাহ্নবী । লেখেন, "গুঞ্জন ম্যাম আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা । বীরত্ব ও পরিশ্রমের আসল মানে আমাকে শেখানোর জন্য অনেক ধন্যবাদ । আপনি একজন অনুপ্রেরণা । আপনার গল্প আমাকে নিজের উপর বিশ্বাস করতে শিখিয়েছে । আশাকরি অন্যদেরও একইভাবে সাহায্য করবে ।"

1999 সালে কার্গিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গুঞ্জন সাক্সেনা । জখম জওয়ানদের বিমানে করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যেতেন তিনি । গোলা, গুলি কোনও কিছুকে গুরুত্ব না দিয়ে জওয়ানদের অন্যত্র নিয়ে যেতেন । নির্ভীকতার জন্য শৌর্য্য চক্র সম্মানে সম্মানিত করা হয় তাঁকে ।

তাঁর জীবনীর উপর তৈরি ছবি মুক্তি পাবে 2020 সালের 13 মার্চ ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.