ETV Bharat / sitara

"প্রথম কয়েকদিন মেনে নিতে পারিনি", কর্মচারীদের কোরোনা প্রসঙ্গে জাহ্নবী - জাহ্নবী কাপুরের খবর

কর্মচারীরা কোরোনা আক্রান্ত হওয়ার পর শক্ত হাতে নিজের পরিবারকে সামলাচ্ছেন জাহ্নবী কাপুর । তবে প্রথমটা একেবারেই মেনে নিতে পারেননি তাঁরা । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

janhvi kapoor took care of her family
janhvi kapoor took care of her family
author img

By

Published : Jun 11, 2020, 11:52 AM IST

মুম্বই : কাপুর পরিবারের তিন কর্মচারী কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । খবরটা খুবই শকিং ছিল বি-টাউনের কাছে । এত নিয়মকানুন মেনে চলার পরেও বাড়িতে কোরোনা ? বনি-জাহ্নবী-খুশির স্বাস্থ্য নিয়েও সংশয় তৈরি হয় । তবে তাঁরা তিনজনেই সুস্থ ছিলেন, কোরোনার আঁচ পড়েনি তাঁদের উপর ।

এই সময়টা শক্ত হাতে পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাহ্নবী । অভিনেত্রী নিজেই সেই সংবাদমাধ্য়মকে বলেন, "পাঁচ-ছ'দিন আমরা মেনে হতে পারিনি । পরপর তিনটে কেস । আর সবথেকে মজার ব্যাপার হল যে, কেউ বাড়ি থেকে এক পা-ও বেরোননি । তাই আমরা বুঝতে পারিনি কী করে সম্ভব এটা ?"

কিন্তু, সত্যিকে তো মেনে নিতেই হয় । ঠিক তেমনভাবেই মেনে নিয়েছেন জাহ্নবী । বললেন, "আমি বাবার সঙ্গে অনেক বেশি সময় কাটানো শুরু করেছি । বাবার রাতে গরম জল লাগে । আমি গ্লাভ পরে রান্নাঘর থেকে সেই গরম জল নিয়ে আসি ।"

নিজের মধ্যে এই দায়িত্বজ্ঞান থাকার জন্য বেশ খুশি জাহ্নবী । তিনি বললেন, "আমি বাবা আর খুশিকে সবসময় নজরে নজরে রাখছি । বিজি আর আশা, ওঁরা আমাদের সাহায্য করেন । আমার মনে হয় সবার দায়িত্ব আমাকেই নিতে হবে । এটা ভেবে আমার কুল লাগে ।"

সামনেই জাহ্নবীর ছবি মুক্তি, 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' মুক্তি পাবে নেটফ্লিক্সে । ঘরে আর বাইরে বেশা ভালোরকম দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী ।

মুম্বই : কাপুর পরিবারের তিন কর্মচারী কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । খবরটা খুবই শকিং ছিল বি-টাউনের কাছে । এত নিয়মকানুন মেনে চলার পরেও বাড়িতে কোরোনা ? বনি-জাহ্নবী-খুশির স্বাস্থ্য নিয়েও সংশয় তৈরি হয় । তবে তাঁরা তিনজনেই সুস্থ ছিলেন, কোরোনার আঁচ পড়েনি তাঁদের উপর ।

এই সময়টা শক্ত হাতে পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাহ্নবী । অভিনেত্রী নিজেই সেই সংবাদমাধ্য়মকে বলেন, "পাঁচ-ছ'দিন আমরা মেনে হতে পারিনি । পরপর তিনটে কেস । আর সবথেকে মজার ব্যাপার হল যে, কেউ বাড়ি থেকে এক পা-ও বেরোননি । তাই আমরা বুঝতে পারিনি কী করে সম্ভব এটা ?"

কিন্তু, সত্যিকে তো মেনে নিতেই হয় । ঠিক তেমনভাবেই মেনে নিয়েছেন জাহ্নবী । বললেন, "আমি বাবার সঙ্গে অনেক বেশি সময় কাটানো শুরু করেছি । বাবার রাতে গরম জল লাগে । আমি গ্লাভ পরে রান্নাঘর থেকে সেই গরম জল নিয়ে আসি ।"

নিজের মধ্যে এই দায়িত্বজ্ঞান থাকার জন্য বেশ খুশি জাহ্নবী । তিনি বললেন, "আমি বাবা আর খুশিকে সবসময় নজরে নজরে রাখছি । বিজি আর আশা, ওঁরা আমাদের সাহায্য করেন । আমার মনে হয় সবার দায়িত্ব আমাকেই নিতে হবে । এটা ভেবে আমার কুল লাগে ।"

সামনেই জাহ্নবীর ছবি মুক্তি, 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' মুক্তি পাবে নেটফ্লিক্সে । ঘরে আর বাইরে বেশা ভালোরকম দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.