ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত পরিচারক, বাড়িতেই থাকার পরামর্শ জাহ্নবীর

কোরোনায় আক্রান্ত বনি কাপুরের বাড়ির পরিচারক চরণ সাহু । এবার এই বিষয়ে মন্তব্য করলেন জাহ্নবী কাপুর ।

df
sdf
author img

By

Published : May 20, 2020, 1:13 PM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত বনি কাপুরের বাড়ির পরিচারক চরণ সাহু । বনির বাড়িতেই থাকতেন ওই ব্যক্তি । আপাতত বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) কোয়ারেনটিন সেন্টারে রয়েছেন চরণ । সেখানেই তাঁর চিকিৎসা চলছে । তবে এবার এই বিষয়ে মন্তব্য করলেন জাহ্নবী কাপুর ।

বনি কাপুরের লোখান্ডওয়ালা কমপ্লেক্সের 'গ্রিন একর্স'-এর বাড়িতেই থাকতেন 23 বছরের চরণ । শনিবার রাত থেকে অসুস্থবোধ করেন তিনি । এরপরই তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । পজ়িটিভ আসে রিপোর্ট । সঙ্গে সঙ্গে BMC-এর কোয়ারেনটিন সেন্টারে পাঠানো হয় তাঁকে ।

গতকাল এ প্রসঙ্গে একটি বিবৃতি দেন বনি । তিনি জানান, "আমি, আমার বাচ্চারা ও বাড়ির অন্য কর্মীরা একদম সুস্থ আছি । আমাদের মধ্যে কোনও লক্ষণ দেখা যায়নি । লকডাউন শুরু হওয়ার পর আমরা একদিনও বাড়ি থেকে বেরোইনি ।

আমরা মহারাষ্ট্র সরকার ও BMC-র কাছে কৃতজ্ঞ । BMC ও তাঁদের মেডিকেল টিম আমাদের যেসব নিয়ম মানতে বলেছে, আমি নিষ্ঠার সঙ্গে তা পালন করে চলব । আশা করি চরণ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর বাড়ি ফিরে আসবে ।"

বনির এই বিবৃতি আজ ইনস্টাগ্রামে শেয়ার করেন জাহ্নবী । এরপর তিনি লেখেন, "এই মুহূর্তে বাড়িতে থাকাই আমাদের কাছে সবথেকে ভালো সমাধান । সবাই নিরাপদে থাকুন ।"

জাহ্নবী পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করেন তারকা । জাহ্নবীদের নিরাপদে থাকার পরামর্শ দেন সবাই ।

মুম্বই : কোরোনায় আক্রান্ত বনি কাপুরের বাড়ির পরিচারক চরণ সাহু । বনির বাড়িতেই থাকতেন ওই ব্যক্তি । আপাতত বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) কোয়ারেনটিন সেন্টারে রয়েছেন চরণ । সেখানেই তাঁর চিকিৎসা চলছে । তবে এবার এই বিষয়ে মন্তব্য করলেন জাহ্নবী কাপুর ।

বনি কাপুরের লোখান্ডওয়ালা কমপ্লেক্সের 'গ্রিন একর্স'-এর বাড়িতেই থাকতেন 23 বছরের চরণ । শনিবার রাত থেকে অসুস্থবোধ করেন তিনি । এরপরই তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । পজ়িটিভ আসে রিপোর্ট । সঙ্গে সঙ্গে BMC-এর কোয়ারেনটিন সেন্টারে পাঠানো হয় তাঁকে ।

গতকাল এ প্রসঙ্গে একটি বিবৃতি দেন বনি । তিনি জানান, "আমি, আমার বাচ্চারা ও বাড়ির অন্য কর্মীরা একদম সুস্থ আছি । আমাদের মধ্যে কোনও লক্ষণ দেখা যায়নি । লকডাউন শুরু হওয়ার পর আমরা একদিনও বাড়ি থেকে বেরোইনি ।

আমরা মহারাষ্ট্র সরকার ও BMC-র কাছে কৃতজ্ঞ । BMC ও তাঁদের মেডিকেল টিম আমাদের যেসব নিয়ম মানতে বলেছে, আমি নিষ্ঠার সঙ্গে তা পালন করে চলব । আশা করি চরণ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর বাড়ি ফিরে আসবে ।"

বনির এই বিবৃতি আজ ইনস্টাগ্রামে শেয়ার করেন জাহ্নবী । এরপর তিনি লেখেন, "এই মুহূর্তে বাড়িতে থাকাই আমাদের কাছে সবথেকে ভালো সমাধান । সবাই নিরাপদে থাকুন ।"

জাহ্নবী পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করেন তারকা । জাহ্নবীদের নিরাপদে থাকার পরামর্শ দেন সবাই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.