ETV Bharat / sitara

আলিয়ার অভিনয় দেখে নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহ্নবী ? - আলিয়া ভাটের খবর

'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির টিজ়ার মুক্তি পেয়েছে কয়েকদিন হল । পুরো দেশে সাড়া ফেলে দিয়েছেন আলিয়া ভাটের অন্য রূপ । আর তাঁর অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেছেন জাহ্নবী কাপুর । কম্পিটিশনে প্রতিযোগীর ক্ষমতা দেখলে কে না ভয় পায় !

Janhvi Kapoor praised alia bhatt
Janhvi Kapoor praised alia bhatt
author img

By

Published : Feb 28, 2021, 6:14 PM IST

মুম্বই : আলিয়া ভাট নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের কাছে অনুপ্রেরণা । নেপোটিজ়ম বিতর্ককে পাশে সরিয়ে রাখলে আলিয়া একটু একটু করে নিজেকে ভেঙেছেন, গড়েছেন, পরিণত করেছেন । 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে তাঁর অভিনয় দেখে বেশ চমকে গেছেন জাহ্নবী কাপুর ।

ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন জাহ্নবী । তাই প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করার একটা তাগিদ রয়েছে তাঁর । এদিকে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তে আলিয়ার অসাধারণ অভিনয় পুরো দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছে । তাই নিরপত্তাহীনতায় ভুগছেন জাহ্নবী ?

অভিনেত্রী বললেন, 'গাঙ্গুবাঈ-এর টিজ়ারে আলিয়াকে দেখলাম । আমি আগে ভাবতাম যে অভিনয়ের কিছুটা জানি আমি । তবে আলিয়াকে দেখার পর বেশ বুঝতে পারছি যে, ইন্ডাস্ট্রির মান অনেকটা উঁচুতে তুলে নিয়ে গেছে ও । আরও পরিশ্রম করতে হবে আমায় ।'

Janhvi Kapoor praised alia bhatt
....

তবে একটা সুস্থ প্রতিযোগিতার পরিবেশ থাকা ভালো, মনে করেন জাহ্নবী । তিনি বললেন, 'প্রতিযোগীদের কাজ আমায় অনুপ্রাণিত করে । আমরা সবাই নিজের মতো করে জায়গা খোঁজার চেষ্টা করছি আর এটাই হওয়া উচিত' ।

ইন্ডাস্ট্রিতে মাত্র তিন বছর কাটিয়ে জাহ্নবীর এই উপলব্ধি সত্যিই তারিফযোগ্য । তাঁর আসন্ন ছবি 'রুহি' নিয়ে দর্শকের মধ্যে প্রত্যাশার পারদ চড়ছে ।

মুম্বই : আলিয়া ভাট নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের কাছে অনুপ্রেরণা । নেপোটিজ়ম বিতর্ককে পাশে সরিয়ে রাখলে আলিয়া একটু একটু করে নিজেকে ভেঙেছেন, গড়েছেন, পরিণত করেছেন । 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে তাঁর অভিনয় দেখে বেশ চমকে গেছেন জাহ্নবী কাপুর ।

ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন জাহ্নবী । তাই প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করার একটা তাগিদ রয়েছে তাঁর । এদিকে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তে আলিয়ার অসাধারণ অভিনয় পুরো দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছে । তাই নিরপত্তাহীনতায় ভুগছেন জাহ্নবী ?

অভিনেত্রী বললেন, 'গাঙ্গুবাঈ-এর টিজ়ারে আলিয়াকে দেখলাম । আমি আগে ভাবতাম যে অভিনয়ের কিছুটা জানি আমি । তবে আলিয়াকে দেখার পর বেশ বুঝতে পারছি যে, ইন্ডাস্ট্রির মান অনেকটা উঁচুতে তুলে নিয়ে গেছে ও । আরও পরিশ্রম করতে হবে আমায় ।'

Janhvi Kapoor praised alia bhatt
....

তবে একটা সুস্থ প্রতিযোগিতার পরিবেশ থাকা ভালো, মনে করেন জাহ্নবী । তিনি বললেন, 'প্রতিযোগীদের কাজ আমায় অনুপ্রাণিত করে । আমরা সবাই নিজের মতো করে জায়গা খোঁজার চেষ্টা করছি আর এটাই হওয়া উচিত' ।

ইন্ডাস্ট্রিতে মাত্র তিন বছর কাটিয়ে জাহ্নবীর এই উপলব্ধি সত্যিই তারিফযোগ্য । তাঁর আসন্ন ছবি 'রুহি' নিয়ে দর্শকের মধ্যে প্রত্যাশার পারদ চড়ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.