ETV Bharat / sitara

সানাইয়ের শব্দ শুনতে পাচ্ছেন ? - জাহ্নবী কাপুরের খবর

মনীষ মালহোত্রর কালেকশন পরে একেবারে নববধূ সাজে ধরা দিলেন জাহ্নবী কাপুর । তাঁর এই নতুন অবতার দেখে মুগ্ধ নেটিজেনরা ।

manish malohra collection on janhvi kapoor
manish malohra collection on janhvi kapoor
author img

By

Published : Sep 24, 2020, 10:02 AM IST

মুম্বই : মনীষ মালহোত্রের তৈরি পোশাক মানেই গ্ল্যামারের ছোঁয়া । আর এবার তার সঙ্গে মনীষ দিলেন ট্রেডিশনের ছোঁয়া । জাহ্নবী কাপুরের উপর পরীক্ষা করলেন তাঁর নতুন ব্রাইডাল কালেকশন । আর সেই সাজে মুগ্ধ করলেন অভিনেত্রী ।

জাহ্নবী নিজেই শেয়ার করেছেন তাঁর নতুন লুক । তাঁকে এই সাজে আগে দেখা যায়নি । এক ঝটকায় যেন তাঁর বয়স অনেকটা বেড়ে গেছে । কুল, ফাঙ্কি অবতার ছেড়ে তিনি পরিণত, ধীর-স্থির-স্নিগ্ধ ।

ক্যাপশনে জাহ্নবী লিখেছেন, "সানাইয়ের শব্দ শুনতে পাচ্ছেন ? নাকি শুধু আমিই পাচ্ছি...মনীষ মালহোত্রর এই অসাধারণ কালেকশনের অংশ হতে পেরে খুব ভালো লাগছে ।"

'রুহানিয়ত' নামের মনীষের সেই কালেকশন দেখে মুগ্ধ নেটিজেনরাও । ভাইরাল জাহ্নবীর ছবি । দেখে নিন আপনিও...

মুম্বই : মনীষ মালহোত্রের তৈরি পোশাক মানেই গ্ল্যামারের ছোঁয়া । আর এবার তার সঙ্গে মনীষ দিলেন ট্রেডিশনের ছোঁয়া । জাহ্নবী কাপুরের উপর পরীক্ষা করলেন তাঁর নতুন ব্রাইডাল কালেকশন । আর সেই সাজে মুগ্ধ করলেন অভিনেত্রী ।

জাহ্নবী নিজেই শেয়ার করেছেন তাঁর নতুন লুক । তাঁকে এই সাজে আগে দেখা যায়নি । এক ঝটকায় যেন তাঁর বয়স অনেকটা বেড়ে গেছে । কুল, ফাঙ্কি অবতার ছেড়ে তিনি পরিণত, ধীর-স্থির-স্নিগ্ধ ।

ক্যাপশনে জাহ্নবী লিখেছেন, "সানাইয়ের শব্দ শুনতে পাচ্ছেন ? নাকি শুধু আমিই পাচ্ছি...মনীষ মালহোত্রর এই অসাধারণ কালেকশনের অংশ হতে পেরে খুব ভালো লাগছে ।"

'রুহানিয়ত' নামের মনীষের সেই কালেকশন দেখে মুগ্ধ নেটিজেনরাও । ভাইরাল জাহ্নবীর ছবি । দেখে নিন আপনিও...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.