ETV Bharat / sitara

'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল'-এ অন্য রূপে জাহ্নবী, সামনে এল ট্রেলার - জাহ্নবী কাপুরের খবর

মুক্তি পেল 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল'-এর ট্রেলার । মিষ্টি স্বভাবের জাহ্নবী হয়ে উঠলেন অপ্রতিরোধ্য, ভয়ঙ্কর ।

Janhvi Kapoor kargil girl
Janhvi Kapoor kargil girl
author img

By

Published : Aug 1, 2020, 3:36 PM IST

মুম্বই : স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাবে 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' । উত্তেজনার পারদ চড়ছে একটু একটু করে । আর এবার মুক্তি পেল ছবির ট্রেলার । দর্শকের উৎসাহ যেন এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল ।

প্রথম ছবি 'ধড়ক'-এ জাহ্নবী কাপুরকে দেখা গেছিল একেবারে মিষ্টি, প্যাম্পার্ড চাইল্ড হিসেবে । বাস্তব জীবনেও তিনি কিছুটা সেরকমই । কিন্তু, সেই ইমেজ ভেঙে একেবারে অন্যরকম হয়ে উঠলেন জাহ্নবী । কার্গিল যুদ্ধে প্লেন ওড়াতে গেলে ঠিক যেরকম হতে হয়, সেরকমই ভয়ঙ্কর সাহসী হয়ে উঠলেন অভিনেত্রী, হয়ে উঠলেন গুঞ্জন সাক্সেনা ।

Janhvi Kapoor kargil girl
.

জাহ্নবী ছাড়াও ছবি আর এক কান্ডারি হলেন পঙ্কজ ত্রিপাঠী । গুঞ্জনের বাবার ভূমিকায় তিনি । এমন মেয়ের বাবা হিসেবে যতটা সাহসী আর আত্মবিশ্বাসী হতে হয় পঙ্কজ একেবারে সেরকমই অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন তাঁর চরিত্রে ।

গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঙ্গদ বেদী, গুঞ্জনের দাদার চরিত্রে । আর্মি অফিসারের চরিত্রে উপযুক্ত অঙ্গদ । দেখে নিন ট্রেলার...

12 অগাস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাবে 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' । উত্তেজনার পারদ চড়ছে একটু একটু করে । আর এবার মুক্তি পেল ছবির ট্রেলার । দর্শকের উৎসাহ যেন এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল ।

প্রথম ছবি 'ধড়ক'-এ জাহ্নবী কাপুরকে দেখা গেছিল একেবারে মিষ্টি, প্যাম্পার্ড চাইল্ড হিসেবে । বাস্তব জীবনেও তিনি কিছুটা সেরকমই । কিন্তু, সেই ইমেজ ভেঙে একেবারে অন্যরকম হয়ে উঠলেন জাহ্নবী । কার্গিল যুদ্ধে প্লেন ওড়াতে গেলে ঠিক যেরকম হতে হয়, সেরকমই ভয়ঙ্কর সাহসী হয়ে উঠলেন অভিনেত্রী, হয়ে উঠলেন গুঞ্জন সাক্সেনা ।

Janhvi Kapoor kargil girl
.

জাহ্নবী ছাড়াও ছবি আর এক কান্ডারি হলেন পঙ্কজ ত্রিপাঠী । গুঞ্জনের বাবার ভূমিকায় তিনি । এমন মেয়ের বাবা হিসেবে যতটা সাহসী আর আত্মবিশ্বাসী হতে হয় পঙ্কজ একেবারে সেরকমই অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন তাঁর চরিত্রে ।

গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঙ্গদ বেদী, গুঞ্জনের দাদার চরিত্রে । আর্মি অফিসারের চরিত্রে উপযুক্ত অঙ্গদ । দেখে নিন ট্রেলার...

12 অগাস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.