মুম্বই : যাত্রীদের নিয়ে দ্রুত গতিতে চলছে সুপারফাস্ট প্যাসেঞ্জার ট্রেন । পুরুষ, মহিলা, বয়স্ক থেকে শুরু করে স্কুল পড়ুয়া সবাই সওয়ার একই ট্রেনে । গন্তব্যে পৌঁছনোর আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রেন । কোনওভাবেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না । তার মধ্যে আগুন ধরে যায় ট্রেনের একাংশে । পরে অনেক চেষ্টার পর ট্রেনটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । 1980 সালে দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে তুলেছিল 'দা বার্নিং ট্রেন' ছবির এই গল্প । 40 বছর পর আবারও ফিরছে সেই স্মৃতি । সৌজন্যে অভিনেতা তথা প্রযোজক জ্যাকি ভাগনানি ও জুনো চোপড়া ।
1980 সালে মুক্তি পাওয়া 'দা বার্নিং ট্রেন' ছবিটি পরিচালনা করেছিলেন রবি চোপড়া । দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল ছবিটি । এবর এর রিমেক তৈরি করতে চলেছেন জ্যাকি ভাগনানি ও জুনো চোপড়া । সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন জ্যাকি । লেখেন, "আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার বন্ধু জুনো চোপড়ার সঙ্গে হাত মিলিয়ে 'দা বার্নিং ট্রেন'-এর রিমেক তৈরি করতে চলেছি আমরা । যা রবি স্যারের একটা ক্লাসিক ছবি । আশা করি কয়েক বছর আগে ওই ছবির মাধ্যমে তিনি যে ম্যাজিক তৈরি করেছিলেন তাকে সঠিক মান দেব আমরা ।"
জুনোর বাবা রবি চোপড়া পরিচালিত ওই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র, বিনোদ খান্না, জিতেন্দ্র, হেমা মালিনী, পারভিন ববি ও নিতু সিং । 1975 সালে মুক্তি পাওয়া একটি জাপানিজ় ছবি 'দা বুলেট ট্রেন' থেকে অনুপ্রাণিত হয়ে 'দা বার্নিং ট্রেন' ছবিটি তৈরি করেছিলেন রবি চোপড়া । অসাধারণ VFX ব্যবহার করা হয়েছিল ছবিতে । যা ছবির মান আরও বাড়িয়ে তোলে । পাশাপাশি সবার অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছিল । রবি চোপড়ার ছেলের হাত ধরে আবার স্ক্রিনে ফিরছে ছবিটি । তবে মুখ্যচরিত্রে কারা থাকবেন তা অবশ্য এখনও জানা যায়নি ।
'ইত্তেফক' ও 'পতি পত্নি অউর উয়ো'-র পর 'দা বার্নিং ট্রেন' হল বিআর ফিল্মস প্রযোজিত তৃতীয় রিমেক । রিমেকটি স্ক্রিনে সেই একই ম্যাজিক দেখাতে পারে কি না এখন সেটাই দেখার ।