ETV Bharat / sitara

প্রকাশ্যে আসার ভয়ে বাস্তবের "বাহুবলীদের" হুমকি 'জবরিয়া জোড়ি'-র পরিচালককে ! - bollywood

দিল্লিতে 'জবরিয়া জোড়ি'-র প্রোমোশনে  ব্যস্ত সিদ্ধার্থ মলহোত্রা ও পরিণীতি চোপড়া । ছবিটির বাস্তব বিষয়ের জন্য বাস্তবের 'বাহুবলীদের' হুমকি ফোন পেলেন পরিচালক প্রশান্ত সিং ।

জবরিয়া জোড়ি
author img

By

Published : Jul 27, 2019, 2:41 PM IST

মুম্বই : ভারতের হার্টল্যান্ড (মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান) থেকে আসায় প্রশান্ত পাত্র অপহরণকারীদের ব্য়বসার ব্যাপারে অনেক কিছুই জানেন । প্রশান্ত নিজে সিদ্ধার্থের ড্রেসিং স্টাইল থেকে শুরু করে কথা বলার ধরন সবই ঠিক করে দিয়েছেন । ছবিটির বেশিরভাগ উপকরণই বাস্তব জীবনের "বাহুবলীদের" থেকে প্রভাবিত । কিন্তু হুমকি ফোন পাওয়ার পরও হার্টল্যান্ডে ছবিটি মুক্তি করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ প্রশান্ত ।

সিদ্ধার্থ ও পরিণীতির 'জবরিয়া জোড়ি'-র ট্রেলার যথেষ্ট মজাদার । ছবিটির থিম 'জবরিয়া বিবাহ' (forced marriage) ।

বিহার ও উত্তরপ্রদেশের কিছু জায়গার পাত্র অপহরণকারীদের নিয়ে এবং বাস্তব জীবনের দম্পতিদের নিয়ে ছবির গল্প । গল্পটিকে যতটা সম্ভব মজাদার করে তোলা হয়েছে । কিন্তু ওই সমস্ত এলাকার "বাহুবলীরা" গল্পটিকে ভালোভাবে নেয়নি । তারা পরিচালক পর্যন্ত পৌঁছে গেছে । ফোন করে ছবির প্রোমোশন বা ছবির মুক্তি বন্ধ রাখার হুমকি দিচ্ছে ।

'জবরিয়া জোড়ি'-র ট্রেলার মুক্তির পর থেকেই হুমকি ফোন আসতে থাকে প্রশান্ত সিংয়ের কাছে । তাঁকে ফোন করে ছবির প্রোমোশন বা ছবির মুক্তি বন্ধ রাখার জন্য হুমকি দেওয়া হয় । বাস্তবের "বাহুবলীরা" অসুরক্ষিত এবং প্রকাশ্যে চলে আসার ভয় পাচ্ছে ।

প্রশান্ত সিংয়ের পরিচালনায় 'জবরিয়া জোড়ি' 2 অগাস্ট মুক্তি পাবে ।

মুম্বই : ভারতের হার্টল্যান্ড (মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান) থেকে আসায় প্রশান্ত পাত্র অপহরণকারীদের ব্য়বসার ব্যাপারে অনেক কিছুই জানেন । প্রশান্ত নিজে সিদ্ধার্থের ড্রেসিং স্টাইল থেকে শুরু করে কথা বলার ধরন সবই ঠিক করে দিয়েছেন । ছবিটির বেশিরভাগ উপকরণই বাস্তব জীবনের "বাহুবলীদের" থেকে প্রভাবিত । কিন্তু হুমকি ফোন পাওয়ার পরও হার্টল্যান্ডে ছবিটি মুক্তি করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ প্রশান্ত ।

সিদ্ধার্থ ও পরিণীতির 'জবরিয়া জোড়ি'-র ট্রেলার যথেষ্ট মজাদার । ছবিটির থিম 'জবরিয়া বিবাহ' (forced marriage) ।

বিহার ও উত্তরপ্রদেশের কিছু জায়গার পাত্র অপহরণকারীদের নিয়ে এবং বাস্তব জীবনের দম্পতিদের নিয়ে ছবির গল্প । গল্পটিকে যতটা সম্ভব মজাদার করে তোলা হয়েছে । কিন্তু ওই সমস্ত এলাকার "বাহুবলীরা" গল্পটিকে ভালোভাবে নেয়নি । তারা পরিচালক পর্যন্ত পৌঁছে গেছে । ফোন করে ছবির প্রোমোশন বা ছবির মুক্তি বন্ধ রাখার হুমকি দিচ্ছে ।

'জবরিয়া জোড়ি'-র ট্রেলার মুক্তির পর থেকেই হুমকি ফোন আসতে থাকে প্রশান্ত সিংয়ের কাছে । তাঁকে ফোন করে ছবির প্রোমোশন বা ছবির মুক্তি বন্ধ রাখার জন্য হুমকি দেওয়া হয় । বাস্তবের "বাহুবলীরা" অসুরক্ষিত এবং প্রকাশ্যে চলে আসার ভয় পাচ্ছে ।

প্রশান্ত সিংয়ের পরিচালনায় 'জবরিয়া জোড়ি' 2 অগাস্ট মুক্তি পাবে ।

Intro:Body:

jabariya jodi


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.