ETV Bharat / sitara

জালিয়াতি মামলায় জেল কোয়েনার, "ফাঁসানো হচ্ছে" বললেন অভিনেত্রী - Koena Cheque Bounce

চেক বাউন্সের মামলায় অভিনেত্রী কোয়েনা মিত্রর ছ'মাসের জেল হয়েছে। তবে অভিনেত্রীর দাবি তাঁকে ফাঁসানো হচ্ছে।

কোয়েনা মিত্র
author img

By

Published : Jul 22, 2019, 6:47 PM IST

মুম্বই : ২০১৩ সালে মডেল পুনম শেট্টি একটি অভিযোগ দায়ের করেন মুম্বই পুলিশে। পুনমের অভিযোগ ছিল যে, কোয়েনার তরফ থেকে ৪.৬৪ লাখ টাকা পাওয়ার কথা ছিল তাঁর। এই ৪.৬৪ লাখের মধ্যে ১.৬৪ লাখ টাকা ছিল ইন্টারেস্ট কম্পোনেন্ট। তবে কোয়েনার দেওয়া তিন লাখ টাকার একটি চেক বাউন্স করে।

তবে IANS-কে কোয়েনা জানান যে, "আমরা অবশ্যই উচ্চতর আদালতে অ্যাপিল করব। উচ্চতর আদালত রায় দিলেই আমি এই বিষয়ে কথা বলব। আমি শুধু এটাই বলব যে, এটা একটা মিথ্যে মামলা এবং আমায় ফাঁসানো হচ্ছে।"

পুনমের অভিযোগ ছিল যে তাঁর থেকে বিভিন্ন সময়ে কোয়েনা প্রায় ২২ লাখ টাকা ধার নিয়েছেন। অন্যদিকে আন্ধেরি মেট্রোপলিটন কোর্টে শুনানি চলাকালীন কোয়েনা বলেন যে, ২২ লাখ টাকা ধার দেওয়ার সামর্থ্য নেই পুনমের। তবে ম্যাজিস্ট্রেট কেতকী চাভন কোয়েনার এই আর্গুমেন্টকে গ্রাহ্য করেননি।

কোয়েনার অভিযোগ যে, ফাইনাল আর্গুমেন্টের সময় তাঁর আইনজীবীকে কোর্টে থাকতে দেওয়া হয়নি। তাই অভিনেত্রীর পক্ষের কথা না শুনেই রায় জানিয়ে দেওয়া হয়। তবে উচ্চতর আদালতে অ্যাপিল করে এই রায়কে চ্যালেঞ্জ জানাতেও বদ্ধপরিকর কোয়েনা।

মুম্বই : ২০১৩ সালে মডেল পুনম শেট্টি একটি অভিযোগ দায়ের করেন মুম্বই পুলিশে। পুনমের অভিযোগ ছিল যে, কোয়েনার তরফ থেকে ৪.৬৪ লাখ টাকা পাওয়ার কথা ছিল তাঁর। এই ৪.৬৪ লাখের মধ্যে ১.৬৪ লাখ টাকা ছিল ইন্টারেস্ট কম্পোনেন্ট। তবে কোয়েনার দেওয়া তিন লাখ টাকার একটি চেক বাউন্স করে।

তবে IANS-কে কোয়েনা জানান যে, "আমরা অবশ্যই উচ্চতর আদালতে অ্যাপিল করব। উচ্চতর আদালত রায় দিলেই আমি এই বিষয়ে কথা বলব। আমি শুধু এটাই বলব যে, এটা একটা মিথ্যে মামলা এবং আমায় ফাঁসানো হচ্ছে।"

পুনমের অভিযোগ ছিল যে তাঁর থেকে বিভিন্ন সময়ে কোয়েনা প্রায় ২২ লাখ টাকা ধার নিয়েছেন। অন্যদিকে আন্ধেরি মেট্রোপলিটন কোর্টে শুনানি চলাকালীন কোয়েনা বলেন যে, ২২ লাখ টাকা ধার দেওয়ার সামর্থ্য নেই পুনমের। তবে ম্যাজিস্ট্রেট কেতকী চাভন কোয়েনার এই আর্গুমেন্টকে গ্রাহ্য করেননি।

কোয়েনার অভিযোগ যে, ফাইনাল আর্গুমেন্টের সময় তাঁর আইনজীবীকে কোর্টে থাকতে দেওয়া হয়নি। তাই অভিনেত্রীর পক্ষের কথা না শুনেই রায় জানিয়ে দেওয়া হয়। তবে উচ্চতর আদালতে অ্যাপিল করে এই রায়কে চ্যালেঞ্জ জানাতেও বদ্ধপরিকর কোয়েনা।

Intro:Body:

৬ মাসের জেল হয়েছে কোয়েনার, "ফাঁসানো হচ্ছে" বললেন অভিনেত্রী



চেক বাউন্সের মামলায় অভিনেত্রী কোয়েনা মিত্রর ছ'মাসের জেল হয়েছে। তবে অভিনেত্রীর দাবি তাঁকে ফাঁসানো হচ্ছে।



মুম্বই : ২০১৩ সালে মডেল পুনম শেট্টি একটি অভিযোগ দায়ের করেন। পুনমের অভিযোগ ছিল যে, কোয়েনার তরফ থেকে ৪.৬৪ লাখ টাকা পাওয়ার কথা ছিল তাঁর। এই ৪.৬৪ লাখের মধ্যে ১.৬৪ লাখ টাকা ছিল ইন্টারেস্ট কম্পোনেন্ট। তবে কোয়েনার দেওয়া তিন লাখ টাকার একটি চেক বাউন্স করে।



তবে IANS-কে কোয়েনা জানান যে, "আমরা অবশ্যই উচ্চতর আদালতে অ্যাপিল করব। উচ্চতর আদালত রায় দিলেই আমি এই বিষয়ে কথা বলব। আমি শুধু এটাই বলব যে, এটা একটা মিথ্যে মামলা এবং আমায় ফাঁসানো হচ্ছে।"



পুনমের অভিযোগ যে তাঁর থেকে বিভিন্ন সময়ে কোয়েনা প্রায় ২২ লাখ টাকা ধার নিয়েছেন। অন্যদিকে আন্ধেরি মেট্রোপলিটন কোর্টে শুনানি চলাকালীন কোয়েনা বলেন যে, ২২ লাখ টাকা ধার দেওয়ার সামর্থ্য নেই পুনমের। তবে ম্যাজিস্ট্রেট কেতকী চাভন কোয়েনার এই আর্গুমেন্টকে গ্রাহ্য করেননি।



কোয়েনার অভিযোগ যে, ফাইনাল আর্গুমেন্টের সময় তাঁর আইনজীবীকে কোর্টে থাকতে দেওয়া হয়নি। তাই অভিনেত্রীর পক্ষের কথা না শুনেই রায় জানিয়ে দেওয়া হয়। তবে উচ্চতর আদালতে অ্যাপিল করে এই রায়কে চ্যালেঞ্জ জানাতেও বদ্ধপরিকর কোয়েনা।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.