ETV Bharat / sitara

10 দিনে শুটিং শেষ করে 'ধামাকা' কার্তিক আরিয়ানের ! - kartik aaryan latest films

কোরোনা পরিস্থিতির মধ্যে 'ধামাকা' দিয়েই শুটিং ফ্লোরে ফিরেছিলেন কার্তিক আরিয়ান । আর 10 দিনের মধ্যেই এই ছবির শুটিং শেষ করে ফেলেছেন নতুন রেকর্ড করলেন তিনি ।

asd
asd
author img

By

Published : Dec 25, 2020, 2:09 PM IST

মুম্বই : 20 দিনের মধ্যেই আপকামিং ছবি 'ধামাকা'-র শুটিং শেষ করবেন বলে জানিয়েছিলেন কার্তিক আরিয়ান । কিন্তু, 20দিনও সময় লাগেনি । শোনা যাচ্ছে, 10 দিনের মধ্যেই নাকি শুটিং শেষ করে ফেলেছেন কার্তিক । আর এভাবেই একটা নতুন রেকর্ড তৈরি করেছেন তিনি ।

কোরোনা পরিস্থিতির মধ্যে 'ধামাকা' দিয়েই শুটিং ফ্লোরে ফিরেছিলেন কার্তিক । এদিকে এই পরিস্থিতির মধ্যে ছেলে শুটিং করবে এই নিয়ে চিন্তত ছিলেন তাঁর মা । আর সেই কারণেই তড়িঘড়ি শুটিং শেষ করার চেষ্টায় ছিলেন কার্তিক ।

14 ডিসেম্বর থেকে মুম্বইতে শুরু হয়েছিল এই ছবির শুটিং । পাওয়াইতে একটি পাঁচতারা হোটেলে উঠেছিল ছবির প্রায় 300জন কলাকুশলী । আর সেখান থেকেই শুটিং ফ্লোরে যাতায়াত করছিলেন সবাই ।

সূত্রের খবর, তড়িঘড়ি শুটিং করে মাত্র 10 দিনের মধ্যেই 'ধামাকা'-র শুটিং শেষ করেছেন কার্তিক । যা এক নতুন রেকর্ড বলেই ধরা হচ্ছে ।

নিজের রোম্যান্টিক ইমেজ ঝেড়ে ফেলে এই ছবিতে একটা সিরিয়াস চরিত্রে দেখা যাবে কার্তিককে । এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন তিনি । মুম্বইয়ে হওয়া সন্ত্রাসবাসী হামলার লাইভ ব্রডকাস্ট করবে ওই সাংবাদিক ।

ছবিটি পরিচালনা করছেন রাম মাধবনী । আর যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা ও মাধবনী ।

এছাড়াও কার্তিকের হাতে রয়েছে 'দোস্তানা 2' ও 'ভুল ভুলাইয়া 2'-এর মতো ছবি ।

মুম্বই : 20 দিনের মধ্যেই আপকামিং ছবি 'ধামাকা'-র শুটিং শেষ করবেন বলে জানিয়েছিলেন কার্তিক আরিয়ান । কিন্তু, 20দিনও সময় লাগেনি । শোনা যাচ্ছে, 10 দিনের মধ্যেই নাকি শুটিং শেষ করে ফেলেছেন কার্তিক । আর এভাবেই একটা নতুন রেকর্ড তৈরি করেছেন তিনি ।

কোরোনা পরিস্থিতির মধ্যে 'ধামাকা' দিয়েই শুটিং ফ্লোরে ফিরেছিলেন কার্তিক । এদিকে এই পরিস্থিতির মধ্যে ছেলে শুটিং করবে এই নিয়ে চিন্তত ছিলেন তাঁর মা । আর সেই কারণেই তড়িঘড়ি শুটিং শেষ করার চেষ্টায় ছিলেন কার্তিক ।

14 ডিসেম্বর থেকে মুম্বইতে শুরু হয়েছিল এই ছবির শুটিং । পাওয়াইতে একটি পাঁচতারা হোটেলে উঠেছিল ছবির প্রায় 300জন কলাকুশলী । আর সেখান থেকেই শুটিং ফ্লোরে যাতায়াত করছিলেন সবাই ।

সূত্রের খবর, তড়িঘড়ি শুটিং করে মাত্র 10 দিনের মধ্যেই 'ধামাকা'-র শুটিং শেষ করেছেন কার্তিক । যা এক নতুন রেকর্ড বলেই ধরা হচ্ছে ।

নিজের রোম্যান্টিক ইমেজ ঝেড়ে ফেলে এই ছবিতে একটা সিরিয়াস চরিত্রে দেখা যাবে কার্তিককে । এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন তিনি । মুম্বইয়ে হওয়া সন্ত্রাসবাসী হামলার লাইভ ব্রডকাস্ট করবে ওই সাংবাদিক ।

ছবিটি পরিচালনা করছেন রাম মাধবনী । আর যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা ও মাধবনী ।

এছাড়াও কার্তিকের হাতে রয়েছে 'দোস্তানা 2' ও 'ভুল ভুলাইয়া 2'-এর মতো ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.