ETV Bharat / sitara

বাড়িতে নতুন সদস্যকে স্বাগত জানালেন তাহিরা, সে আবার মেয়ে ! - আয়ুষ্মান খুরানার খবর

ইটস অ্যা গার্ল....অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ডাক্তার যেভাবে বাড়ির লোকজনকে নতুন সদস্য আগমনের সুখবর দেন, তাহিরাও সেভাবে একটি সুখবর দিলেন । বাড়িতে 'পিনাট'-এর আগমন হল ।

Ayushmann khurrana wife tahira kashyap
Ayushmann khurrana wife tahira kashyap
author img

By

Published : Dec 13, 2020, 12:15 PM IST

মুম্বই : আয়ুষ্মান খুরানা আর তাহিরা কাশ্যপের সংসারে নতুন সদস্যের আগমন । শুনেই মনে হচ্ছে তাঁদের ছেলে বা মেয়ে হল নাকি ? না, তেমন কিছু না হলেও, তার থেকে কম কিছুও নয় ।

একটি মিষ্টি কুকুর ছানাকে বাড়িতে স্বাগত জানালেন তাহিরা । তার নাম 'পিনাট' এবং সে একটি মেয়ে । পিনাটকে নিয়ে আনন্দ আর উচ্ছ্বাসের শেষ নেই তাহিরার । তার গায়ের লোম আর তাহিরার চুলের কার্ল যেন মিলেমিশে যাচ্ছে ।

তাহিরা জানালেন যে, কুকুর কিনতে গেলে বেশিরভাগ সময় ছেলে কুকুরকে আগে বেছে নেওয়া হয় । পিছনে পড়ে থাকে মেয়ে কুকুরগুলো । তাই পিনাটের ভাইকে যতই সুন্দর দেখতে হোক না কেন, সিদ্ধান্তে পৌঁছতে একটুও সময় নেননি তাহিরা । তিনি পিনাটকেই বেছে নিয়েছেন ।

আয়ুষ্মানের ভাই অপারশক্তি খুরানা, ভূমি পেদনেকর, নুপূর স্যানন, নুসরত বারুচার মতো অনেকে এই ছবি দেখে প্রতিক্রিয়া না জানিয়ে পারেননি । দেখে নিন তাহিরার পোস্ট...

মুম্বই : আয়ুষ্মান খুরানা আর তাহিরা কাশ্যপের সংসারে নতুন সদস্যের আগমন । শুনেই মনে হচ্ছে তাঁদের ছেলে বা মেয়ে হল নাকি ? না, তেমন কিছু না হলেও, তার থেকে কম কিছুও নয় ।

একটি মিষ্টি কুকুর ছানাকে বাড়িতে স্বাগত জানালেন তাহিরা । তার নাম 'পিনাট' এবং সে একটি মেয়ে । পিনাটকে নিয়ে আনন্দ আর উচ্ছ্বাসের শেষ নেই তাহিরার । তার গায়ের লোম আর তাহিরার চুলের কার্ল যেন মিলেমিশে যাচ্ছে ।

তাহিরা জানালেন যে, কুকুর কিনতে গেলে বেশিরভাগ সময় ছেলে কুকুরকে আগে বেছে নেওয়া হয় । পিছনে পড়ে থাকে মেয়ে কুকুরগুলো । তাই পিনাটের ভাইকে যতই সুন্দর দেখতে হোক না কেন, সিদ্ধান্তে পৌঁছতে একটুও সময় নেননি তাহিরা । তিনি পিনাটকেই বেছে নিয়েছেন ।

আয়ুষ্মানের ভাই অপারশক্তি খুরানা, ভূমি পেদনেকর, নুপূর স্যানন, নুসরত বারুচার মতো অনেকে এই ছবি দেখে প্রতিক্রিয়া না জানিয়ে পারেননি । দেখে নিন তাহিরার পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.