ETV Bharat / sitara

বাবার অভিনয় কখনও স্পেশাল মনে হয়নি, অকপট বাবিল - ইরফান খান

বাবা ইরফান খান যে একজন অসাধারণ অভিনেতা, যে কেউ তাঁর অভিনয়ের মূল্যায়ন করতে পারে না, এটা বুঝতে অনেকটা সময় লেগেছিল বাবিল খানের । ছোটোবেলা থেকে কখনও বাবার অভিনয় স্পেশাল কিছু মনে হয়নি তাঁর...অকপট বাবিল ।

Babil khan on irrfan's acting
Babil khan on irrfan's acting
author img

By

Published : Feb 12, 2021, 4:34 PM IST

মুম্বই : ইরফান খানকে নিয়ে গর্বের শেষ নেই তাঁর ছেলে বাবিলের । তবে ছোটোবেলায় ইরফানের অভিনয় বোঝার মতো ক্ষমতা ছিল না তাঁর । তাই বাবার অভিনয়ে কোনও বিশেষত্ব খুঁজে পাননি বাবিল ।

একটি সাক্ষাৎকারে বাবিল বিনা দ্বিধায় স্বীকার করে নেন এই কথা । বলেন, "সত্যি বলতে আমি যখন ছোটো ছিলাম, বাবার সিনেমা দেখে মনে হত যে, এতে স্পেশাল কী আছে ? বাবা ক্যামেরার সামনে যায় আর নর্মাল অ্যাক্টিং করে । এতে আশ্চর্যের তো কিছু নেই.."

কিন্তু, আজ বাবিল বুঝতে পারেন যে, বাবা কি বিশাল মাপের অভিনেতা ছিল । তিনি বলেন, "ক্যামেরার সামনে দাঁড়িয়ে আশেপাশের সবকিছুকে ভুলে যাওয়া খুব কঠিন । তার জন্য ঘণ্টার পর ঘণ্টা অভ্যেস করতে হয় । আজ আমি বুঝি যে বাবা কত পরিশ্রমী ছিল ।"

সম্প্রতি ইরফানের অ্যাওয়ার্ড রাখার ব়্যাক বা তাকের ভিডিয়ো শেয়ার করেছেন বাবিল । খুব তাড়াতাড়ি সেই তাকে নিজের অ্যাওয়ার্ড দেখার স্বপ্নে মশগুল এই নবাগত । ইতিমধ্যেই অনেক ছবির অফার পাচ্ছেন তিনি । তবে অর্থহীন বিগ বাজেট ছবিতে অভিনয় করতে চান না তিনি...ঠিক ইরফানের মতোই ।

মুম্বই : ইরফান খানকে নিয়ে গর্বের শেষ নেই তাঁর ছেলে বাবিলের । তবে ছোটোবেলায় ইরফানের অভিনয় বোঝার মতো ক্ষমতা ছিল না তাঁর । তাই বাবার অভিনয়ে কোনও বিশেষত্ব খুঁজে পাননি বাবিল ।

একটি সাক্ষাৎকারে বাবিল বিনা দ্বিধায় স্বীকার করে নেন এই কথা । বলেন, "সত্যি বলতে আমি যখন ছোটো ছিলাম, বাবার সিনেমা দেখে মনে হত যে, এতে স্পেশাল কী আছে ? বাবা ক্যামেরার সামনে যায় আর নর্মাল অ্যাক্টিং করে । এতে আশ্চর্যের তো কিছু নেই.."

কিন্তু, আজ বাবিল বুঝতে পারেন যে, বাবা কি বিশাল মাপের অভিনেতা ছিল । তিনি বলেন, "ক্যামেরার সামনে দাঁড়িয়ে আশেপাশের সবকিছুকে ভুলে যাওয়া খুব কঠিন । তার জন্য ঘণ্টার পর ঘণ্টা অভ্যেস করতে হয় । আজ আমি বুঝি যে বাবা কত পরিশ্রমী ছিল ।"

সম্প্রতি ইরফানের অ্যাওয়ার্ড রাখার ব়্যাক বা তাকের ভিডিয়ো শেয়ার করেছেন বাবিল । খুব তাড়াতাড়ি সেই তাকে নিজের অ্যাওয়ার্ড দেখার স্বপ্নে মশগুল এই নবাগত । ইতিমধ্যেই অনেক ছবির অফার পাচ্ছেন তিনি । তবে অর্থহীন বিগ বাজেট ছবিতে অভিনয় করতে চান না তিনি...ঠিক ইরফানের মতোই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.