ETV Bharat / sitara

বাবার অভিনয় কখনও স্পেশাল মনে হয়নি, অকপট বাবিল

বাবা ইরফান খান যে একজন অসাধারণ অভিনেতা, যে কেউ তাঁর অভিনয়ের মূল্যায়ন করতে পারে না, এটা বুঝতে অনেকটা সময় লেগেছিল বাবিল খানের । ছোটোবেলা থেকে কখনও বাবার অভিনয় স্পেশাল কিছু মনে হয়নি তাঁর...অকপট বাবিল ।

Babil khan on irrfan's acting
Babil khan on irrfan's acting
author img

By

Published : Feb 12, 2021, 4:34 PM IST

মুম্বই : ইরফান খানকে নিয়ে গর্বের শেষ নেই তাঁর ছেলে বাবিলের । তবে ছোটোবেলায় ইরফানের অভিনয় বোঝার মতো ক্ষমতা ছিল না তাঁর । তাই বাবার অভিনয়ে কোনও বিশেষত্ব খুঁজে পাননি বাবিল ।

একটি সাক্ষাৎকারে বাবিল বিনা দ্বিধায় স্বীকার করে নেন এই কথা । বলেন, "সত্যি বলতে আমি যখন ছোটো ছিলাম, বাবার সিনেমা দেখে মনে হত যে, এতে স্পেশাল কী আছে ? বাবা ক্যামেরার সামনে যায় আর নর্মাল অ্যাক্টিং করে । এতে আশ্চর্যের তো কিছু নেই.."

কিন্তু, আজ বাবিল বুঝতে পারেন যে, বাবা কি বিশাল মাপের অভিনেতা ছিল । তিনি বলেন, "ক্যামেরার সামনে দাঁড়িয়ে আশেপাশের সবকিছুকে ভুলে যাওয়া খুব কঠিন । তার জন্য ঘণ্টার পর ঘণ্টা অভ্যেস করতে হয় । আজ আমি বুঝি যে বাবা কত পরিশ্রমী ছিল ।"

সম্প্রতি ইরফানের অ্যাওয়ার্ড রাখার ব়্যাক বা তাকের ভিডিয়ো শেয়ার করেছেন বাবিল । খুব তাড়াতাড়ি সেই তাকে নিজের অ্যাওয়ার্ড দেখার স্বপ্নে মশগুল এই নবাগত । ইতিমধ্যেই অনেক ছবির অফার পাচ্ছেন তিনি । তবে অর্থহীন বিগ বাজেট ছবিতে অভিনয় করতে চান না তিনি...ঠিক ইরফানের মতোই ।

মুম্বই : ইরফান খানকে নিয়ে গর্বের শেষ নেই তাঁর ছেলে বাবিলের । তবে ছোটোবেলায় ইরফানের অভিনয় বোঝার মতো ক্ষমতা ছিল না তাঁর । তাই বাবার অভিনয়ে কোনও বিশেষত্ব খুঁজে পাননি বাবিল ।

একটি সাক্ষাৎকারে বাবিল বিনা দ্বিধায় স্বীকার করে নেন এই কথা । বলেন, "সত্যি বলতে আমি যখন ছোটো ছিলাম, বাবার সিনেমা দেখে মনে হত যে, এতে স্পেশাল কী আছে ? বাবা ক্যামেরার সামনে যায় আর নর্মাল অ্যাক্টিং করে । এতে আশ্চর্যের তো কিছু নেই.."

কিন্তু, আজ বাবিল বুঝতে পারেন যে, বাবা কি বিশাল মাপের অভিনেতা ছিল । তিনি বলেন, "ক্যামেরার সামনে দাঁড়িয়ে আশেপাশের সবকিছুকে ভুলে যাওয়া খুব কঠিন । তার জন্য ঘণ্টার পর ঘণ্টা অভ্যেস করতে হয় । আজ আমি বুঝি যে বাবা কত পরিশ্রমী ছিল ।"

সম্প্রতি ইরফানের অ্যাওয়ার্ড রাখার ব়্যাক বা তাকের ভিডিয়ো শেয়ার করেছেন বাবিল । খুব তাড়াতাড়ি সেই তাকে নিজের অ্যাওয়ার্ড দেখার স্বপ্নে মশগুল এই নবাগত । ইতিমধ্যেই অনেক ছবির অফার পাচ্ছেন তিনি । তবে অর্থহীন বিগ বাজেট ছবিতে অভিনয় করতে চান না তিনি...ঠিক ইরফানের মতোই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.