ETV Bharat / sitara

ইরফানের এই ফিল্মটি দেখার পরামর্শ দিলেন বাবিল - ইরফান খানের খবর

ইরফানের সমস্ত ফিল্মই দেখার মতো । তাঁর ক্যারিয়ারগ্রাফে খুম কম সংখ্যক এমন সিনেমা আছে যা থেকে কিছু আহরণ করা যায় না । তবে ছেলে বাবিল খান বাবার একটি ফিল্ম দেখে মুগ্ধ । কোনটি সেটি ?

Irrfan khan in Piku
Irrfan khan in Piku
author img

By

Published : Dec 8, 2020, 8:48 AM IST

মুম্বই : ইরফান খানের যে কোনও সিনেমা শিক্ষণীয় । আর কিছু না হোক, অন্তত তাঁর চোখের অভিনয় দেখার জন্য প্রতিটা সিনেমা দেখা প্রয়োজন । তেমনই একটি ছবি 'পিকু' ।

বাবার এই ছবিটি বিশেষ পছন্দের বাবিল খানের । তাই সকলকে 'পিকু' দেখার পরামর্শ দিলেন বাবিল ।

সুজিত সরকার পরিচালিত এই সিনেমার একটি স্টিল ছবিও শেয়ার করেছেন বাবিল । ইরফান আর দীপিকা তখন কলকাতায় শুটিং করতে এসেছেন । মহানগরে গঙ্গার ধারে দাঁড়িয়ে তোলা সেই ছবি ।

দেখে নিন..

স্বল্প বাজেটের ছবিও যে কত মিনিংফুল হতে পারে, কত মর্মস্পর্শী হতে পারে তার প্রমাণ দিয়েছিল 'পিকু' । কোনও ভারি সংলাপ নেই, কান্নাকাটির রোল নেই..তবুও যেন ছবির শেষে গলার ভিতরে একটা ব্যথা অনুভব করা যায় । কাউকে ভালোবাসার ব্যথা, কাউকে হারানোর ব্যথা ।

Irrfan khan in Piku
টিম 'পিকু'

একটা বয়সের পর বাবা-মা আমাদের সন্তান হয়ে যায়, তাদের যত্নে রাখা প্রয়োজন..এই সুন্দর মেসেজ দেওয়া হয়েছে এই ছবিতে । 'পিকু' শুধু বক্স অফিসেই নয়, সমালোচকদেরও মন জিতে নিয়েছিল ।

মুম্বই : ইরফান খানের যে কোনও সিনেমা শিক্ষণীয় । আর কিছু না হোক, অন্তত তাঁর চোখের অভিনয় দেখার জন্য প্রতিটা সিনেমা দেখা প্রয়োজন । তেমনই একটি ছবি 'পিকু' ।

বাবার এই ছবিটি বিশেষ পছন্দের বাবিল খানের । তাই সকলকে 'পিকু' দেখার পরামর্শ দিলেন বাবিল ।

সুজিত সরকার পরিচালিত এই সিনেমার একটি স্টিল ছবিও শেয়ার করেছেন বাবিল । ইরফান আর দীপিকা তখন কলকাতায় শুটিং করতে এসেছেন । মহানগরে গঙ্গার ধারে দাঁড়িয়ে তোলা সেই ছবি ।

দেখে নিন..

স্বল্প বাজেটের ছবিও যে কত মিনিংফুল হতে পারে, কত মর্মস্পর্শী হতে পারে তার প্রমাণ দিয়েছিল 'পিকু' । কোনও ভারি সংলাপ নেই, কান্নাকাটির রোল নেই..তবুও যেন ছবির শেষে গলার ভিতরে একটা ব্যথা অনুভব করা যায় । কাউকে ভালোবাসার ব্যথা, কাউকে হারানোর ব্যথা ।

Irrfan khan in Piku
টিম 'পিকু'

একটা বয়সের পর বাবা-মা আমাদের সন্তান হয়ে যায়, তাদের যত্নে রাখা প্রয়োজন..এই সুন্দর মেসেজ দেওয়া হয়েছে এই ছবিতে । 'পিকু' শুধু বক্স অফিসেই নয়, সমালোচকদেরও মন জিতে নিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.