ETV Bharat / sitara

"জানি তোমরা আমায় ঘৃণা করবে", কেন বললেন ইরফান পুত্র ? - অনুরাগ কাশ্যপের খবর

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ । তবে একাধিক বলিউড তারকার দাবি যে, মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে পরিচালককে, MeToo মুভমেন্টের অপব্যবহার করা হচ্ছে । ইরফান খানের পুত্র বাবিল খানের গলাতেও এক সুর । অনেকেই হয়তো তাঁর মত জেনে ঘৃণা করতে পারেন, তবে তাতে কিছু এসে যায় না বাবিলের ।

Babil khan backed up anurag kashyap
Babil khan backed up anurag kashyap
author img

By

Published : Sep 22, 2020, 7:03 AM IST

মুম্বই : অনুরাগ কাশ্যপের সমর্থনে দাঁড়ালেন ইরফান খানের ছেলে বাবিল খান । এর আগেও একাধিকবার বাবিলকে কড়া ভাষায় সত্যি বলতে শোনা গেছে, কাউকে ভয় না পেয়ে তিনি নিজের মত জানিয়েছেন বিভিন্ন বিষয়ে । অনুরাগকে কেন্দ্র করে তৈরি এই গোলযোগেও একই ভাবে "অন্যায়ের" বিরুদ্ধে দাঁড়ালেন বাবিল ।

ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট করেছেন বাবিল । সেখানে তিনি MeToo-মুভমেন্টের অপব্যবহার নিয়ে সরব হয়েছেন । তিনি লিখেছেন, আমরা কীভাবে আজকাল সত্যিকে "উৎপাদন" করি, প্রকৃত সত্যিকে খুঁজে বের করার কোনও চেষ্টাই নেই আমাদের ।

Babil khan backed up anurag kashyap
বাবিলের লেখা...

পরিণত বাবিল বেশ বুঝেছেন যে, এই পোস্টের পর নিন্দুকেরা তাঁকেও ছাড়বে না । তাই ক্যাপশনে আগেভাগেই লিখে দিয়েছেন, "মাথা তুলে দাঁড়ান অনুরাগ স্যার । আমি জানি তোমরা সবাই আমায় ঘৃণা করবে এই মন্তব্য করার পর । তবে কোথাও কোনও ভুল দেখলে আমায় প্রতিবাদ করতেই হবে ।"

বাবার দেখানো পথে এভাবেই এগিয়ে যাচ্ছেন বাবিল । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : অনুরাগ কাশ্যপের সমর্থনে দাঁড়ালেন ইরফান খানের ছেলে বাবিল খান । এর আগেও একাধিকবার বাবিলকে কড়া ভাষায় সত্যি বলতে শোনা গেছে, কাউকে ভয় না পেয়ে তিনি নিজের মত জানিয়েছেন বিভিন্ন বিষয়ে । অনুরাগকে কেন্দ্র করে তৈরি এই গোলযোগেও একই ভাবে "অন্যায়ের" বিরুদ্ধে দাঁড়ালেন বাবিল ।

ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট করেছেন বাবিল । সেখানে তিনি MeToo-মুভমেন্টের অপব্যবহার নিয়ে সরব হয়েছেন । তিনি লিখেছেন, আমরা কীভাবে আজকাল সত্যিকে "উৎপাদন" করি, প্রকৃত সত্যিকে খুঁজে বের করার কোনও চেষ্টাই নেই আমাদের ।

Babil khan backed up anurag kashyap
বাবিলের লেখা...

পরিণত বাবিল বেশ বুঝেছেন যে, এই পোস্টের পর নিন্দুকেরা তাঁকেও ছাড়বে না । তাই ক্যাপশনে আগেভাগেই লিখে দিয়েছেন, "মাথা তুলে দাঁড়ান অনুরাগ স্যার । আমি জানি তোমরা সবাই আমায় ঘৃণা করবে এই মন্তব্য করার পর । তবে কোথাও কোনও ভুল দেখলে আমায় প্রতিবাদ করতেই হবে ।"

বাবার দেখানো পথে এভাবেই এগিয়ে যাচ্ছেন বাবিল । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.