ETV Bharat / sitara

যোধপুরে এলেই মামার বাড়ি যেতেন ইরফান, জানালেন মামা সাজিদ - ইরফান খানের খবর

যোধপুরে এলেই মামার বাড়ি চলে যেতেন ইরফান । জমিয়ে খেতেন যোধপুরী খাবার । ETV ভারতকে জানালেন ইরফানের মামা ডাক্তার সাজিদ নিসার ।

Irrfan khan's maternal uncle remembers the actor from jodhpur
Irrfan khan's maternal uncle remembers the actor from jodhpur
author img

By

Published : Apr 29, 2020, 9:56 PM IST

যোধপুর : তারকা হয়ে যাওয়ার পরও নিজের শিকড়কে ভোলেননি ইরফান খান । যখনই যোধপুরে যেতেন, মামার বাড়ি যেতে ভুলতেন না তিনি । সবার সঙ্গে একইরকমের সম্পর্ক বজায় রেখেছিলেন অভিনেতা, স্টারডমের আঁচ পড়তে দেননি কখনও । একথা আমাদের জানালেন ইরফানের মামা সাজিদ নিসার ।

সম্পর্কে মামা হলেও একেবারে বন্ধুর মতো ছিলেন সাজিদ আর ইরফান । তিনি বললেন, "আমি আর ও একসঙ্গে থিয়েটার করতাম । সেই নিয়ে আমাদের অনেক আলোচনা হত । যখন NSD-তে পড়ার সুযোগ পেল, তখন ও সমস্ত ডকুমেন্ট নিতে যোধপুরে এসেছিল ।"

সাজিদ আরও বললেন, "ও এত অল্প বয়সে দেশের নাম উজ্জ্বল করল, আমাদের পরিবারের নাম উজ্জ্বল করল এর থেকে বড় ব্যাপার আর কী হতে পারে ?" এত অল্প বয়সে যে তিনি চলে যাবেন সেটা ভাবতে পারেননি সাজিদ ।

2018 সালেও যোধপুরে সাজিদের সঙ্গে দেখা করেন ইরফান । আর তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি । এই আকস্মিক মৃত্যুর খবর এখনও হজম করতে পারছেন না অভিনেতার পরিবার ।

স্মৃতির সঙ্গে কিছু মূল্যবান ছবিও ETV ভারতের সঙ্গে শেয়ার করলেন সাজিদ..

Irrfan khan's maternal uncle remembers the actor from jodhpur
গল্পে মশগুল
Irrfan khan's maternal uncle remembers the actor from jodhpur
.
Irrfan khan's maternal uncle remembers the actor from jodhpur
পরিবারের সঙ্গে..

যোধপুর : তারকা হয়ে যাওয়ার পরও নিজের শিকড়কে ভোলেননি ইরফান খান । যখনই যোধপুরে যেতেন, মামার বাড়ি যেতে ভুলতেন না তিনি । সবার সঙ্গে একইরকমের সম্পর্ক বজায় রেখেছিলেন অভিনেতা, স্টারডমের আঁচ পড়তে দেননি কখনও । একথা আমাদের জানালেন ইরফানের মামা সাজিদ নিসার ।

সম্পর্কে মামা হলেও একেবারে বন্ধুর মতো ছিলেন সাজিদ আর ইরফান । তিনি বললেন, "আমি আর ও একসঙ্গে থিয়েটার করতাম । সেই নিয়ে আমাদের অনেক আলোচনা হত । যখন NSD-তে পড়ার সুযোগ পেল, তখন ও সমস্ত ডকুমেন্ট নিতে যোধপুরে এসেছিল ।"

সাজিদ আরও বললেন, "ও এত অল্প বয়সে দেশের নাম উজ্জ্বল করল, আমাদের পরিবারের নাম উজ্জ্বল করল এর থেকে বড় ব্যাপার আর কী হতে পারে ?" এত অল্প বয়সে যে তিনি চলে যাবেন সেটা ভাবতে পারেননি সাজিদ ।

2018 সালেও যোধপুরে সাজিদের সঙ্গে দেখা করেন ইরফান । আর তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি । এই আকস্মিক মৃত্যুর খবর এখনও হজম করতে পারছেন না অভিনেতার পরিবার ।

স্মৃতির সঙ্গে কিছু মূল্যবান ছবিও ETV ভারতের সঙ্গে শেয়ার করলেন সাজিদ..

Irrfan khan's maternal uncle remembers the actor from jodhpur
গল্পে মশগুল
Irrfan khan's maternal uncle remembers the actor from jodhpur
.
Irrfan khan's maternal uncle remembers the actor from jodhpur
পরিবারের সঙ্গে..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.