মুম্বই : বৃষ্টি যেন ইরফানের স্পর্শ দিয়ে যাচ্ছে সুতপা আর বাবিলকে । মুম্বইতে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে ইরফানকে নিয়ে পোস্ট তাঁদের । বৃষ্টির সঙ্গে এক অদ্ভুত বোঝাপড়া ছিল ইরফানের, জানালেন বাবিল ।
প্রথমে সুতপার পোস্টটা নিয়েই কথা বলা যাক । তিনি তিনটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে । একটি ছবিতে জলের মধ্যে ডুবে রয়েছেন ইরফান, চোখে সেই পরিচিত সারল্য । আর অন্য দুই ছবি বৃষ্টিস্নাত প্রকৃতির ।
সুতপার ক্যাপশনটিও ছবিগুলোর মতো সুন্দর । তিনি লিখেছেন, "আমি শুনতে পাচ্ছি তোমায়, থ্যাঙ্ক ইউ সো মাচ । আমি জানি এটা তুমিই পাঠিয়েছ, যেটা আমার শরীর আর আত্মাকে ছুঁয়ে গেছে । এই দুই দুনিয়ার মধ্যে বৃষ্টিই আমাদের এক করে দিয়েছে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
বাবিলের পোস্টটিতেও ইরফানের ছবি । মরুভূমিতে উটের সামনে হাঁটু মুড়ে বসে ইরফান । যেন সেই অবলা জীবটির সঙ্গে অবলীলায় কথা বলছেন তিনি ।
ছেলে বাবিল ক্যাপশনে লিখেছেন, "বৃষ্টির সঙ্গে এক অদ্ভুত বোঝাপড়া ছিল ওঁর । আমার জন্য সেটা এক অনন্য অভিজ্ঞতা । সীমাবদ্ধ শব্দের মাধ্যমে আমায় উনি বোঝাতে চাইতেন বটে, তবে সেই বোঝাপড়া কোনওভাবেই ভাষায় ব্যক্ত করা যাবে না..."
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শরীরটা উপস্থিত না থাকলেও, ইরফান ভীষণভাবে বর্তমান তাঁর পরিবারের কাছে । কখনও বৃষ্টি হয়ে, কখনও স্বপ্ন হয়ে রয়েছেন ইরফান ।