ETV Bharat / sitara

সলমনের পানভেল ফার্মহাউজ়ে জ্যাকলিন, শুট করলেন তথ্যচিত্র - salman khan latest news

সলমন খানের পানভেল ফার্মহাউজ়ে রয়েছেন জ্য়াকলিন ফার্নান্ডেজ় । তবে সেখানে কাটানো সময়টাকে তিনি একটু সৃষ্টিশীল ভাবে কাজে লাগালেন । শুট করলেন একটা ডকুমেন্ট্রির মতো ।

salman khan with jacquline fernandez
salman khan with jacquline fernandez
author img

By

Published : May 7, 2020, 10:37 PM IST

মুম্বই : সলমন খানের পানভেল ফার্মহাউজ় একটা আলাদা জগত যেন । প্রকৃতির অনেক কাছাকাছি, নাগরিক সভ্যতা থেকে অনেক দূরে একটা জায়গা । এই সব কথা শোনা যেত এতদিন, এবার দেখাও গেল । ফার্মহাউজ়ে শুট করলেন জ্যাকলিন ফার্নান্ডেজ় ।

সলমন নিজে সেই ভিডিয়ো শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন, "অ্যা ফিল্ম বাই জ্যাকলিন ফার্নান্ডেজ়..." সরাসরি প্রকাশ না করলেও, এই ফিল্ম যে সলমনের ফার্মহাউজ়েই তোলা বুঝতে বাকি নেই কারও ।

ঘোড়া, ছাগল, কুকুর, হাঁস, মুরগি কি নেই সেখানে ? জ্য়াকলিন মনের আনন্দে ঘোড়াকে স্নান করাচ্ছেন, কুকুরের সঙ্গে খেলা করছেন । বই পড়ছেন, প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছেন । দেখলে মনে হবে এক টুকরো প্রকৃতি যেন হাতের মুঠোয় ।

আপনারাও দেখে নিন সেই ফিল্ম..

মুম্বই : সলমন খানের পানভেল ফার্মহাউজ় একটা আলাদা জগত যেন । প্রকৃতির অনেক কাছাকাছি, নাগরিক সভ্যতা থেকে অনেক দূরে একটা জায়গা । এই সব কথা শোনা যেত এতদিন, এবার দেখাও গেল । ফার্মহাউজ়ে শুট করলেন জ্যাকলিন ফার্নান্ডেজ় ।

সলমন নিজে সেই ভিডিয়ো শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন, "অ্যা ফিল্ম বাই জ্যাকলিন ফার্নান্ডেজ়..." সরাসরি প্রকাশ না করলেও, এই ফিল্ম যে সলমনের ফার্মহাউজ়েই তোলা বুঝতে বাকি নেই কারও ।

ঘোড়া, ছাগল, কুকুর, হাঁস, মুরগি কি নেই সেখানে ? জ্য়াকলিন মনের আনন্দে ঘোড়াকে স্নান করাচ্ছেন, কুকুরের সঙ্গে খেলা করছেন । বই পড়ছেন, প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছেন । দেখলে মনে হবে এক টুকরো প্রকৃতি যেন হাতের মুঠোয় ।

আপনারাও দেখে নিন সেই ফিল্ম..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.