হার্ভার্ড বিজ়নেস স্কুলের এক ফ্ল্য়াগশিপ ইভেন্টসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। সোশাল মিডিয়ায় পোস্ট করে এই খবরটি জানান তিনি।
তনুশ্রী #MeToo নিয়ে মুখ খোলার পরেই একাধিক শ্লীলতাহানির ঘটনা সামনে এসেছে। তবে, এই বছরের শুরুর দিকেই আবার অ্য়ামেরিকায় পাড়ি দিয়েছেন এই প্রাক্তন বিশ্বসুন্দরী।