ETV Bharat / sitara

পুতুলনাচ নিয়ে ছবি অমিতাভের, জানেনই না পুতুলনাচের অন্যতম রূপকার - অলখ নারায়ণ শ্রীবাস্তব

ভারতবর্ষে পুতুলনাচের অন্যতম রূপকার অলখ নারায়ণ শ্রীবাস্তব। জনপ্রিয় পুতুল 'গুলাবো সিতাবো'-কে নিয়ে ছবি তৈরি করছেন সুজিত সরকার। তবে আশ্চর্যের বিষয়, এই ছবিটির প্রসঙ্গে কিছুই জানেন না অলখ নারায়ণ।

অমিতাভ বচ্চন
author img

By

Published : Jun 22, 2019, 2:12 PM IST

Updated : Jun 22, 2019, 7:04 PM IST

লক্ষ্ণৌ (উত্তর প্রদেশ) : পুতুল নাচ অর্থাৎ পাপেট শো ও পাপেট মাস্টারদের জীবন নিয়ে ছবি করছেন সুজিত সরকার। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। লক্ষ্ণৌতেই শুরু হয়েছে সেই ছবি 'গুলাবো সিতাবো'-র শুটিং। তবে এই বিষয়ে কিছুই জানেন না ভারতবর্ষে পুতুলনাচের অন্যতম রূপকার ও লক্ষ্ণৌর অধিবাসী অলখ নারায়ণ শ্রীবাস্তব।

১৯৫৮ সাল থেকে পুতুল তৈরি করা শুরু করেন অলখ নারায়ণ। তারপর নৈনী কালচারাল ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে দিল্লি চলে আসেন তিনি। দিল্লিতে তখন সবেমাত্র পুতুলনাচের একটা হাওয়া বইতে শুরু করেছে। ডেপুটি মিনিস্টার জগত মোহন রাইনার স্ত্রী বিমলা রাইনার বিভিন্ন থিয়েটার শোগুলো পুতুলনাচের সংস্কৃতি বিস্তার করতে শুরু করেছে।

অমিতাভ বচ্চন
পুতুল নিয়ে অলখ নারায়ণ

এরপর ধীরে ধীরে পুতুলনাচের রাশ ধরতে শুরু করেন অলখ নারায়ণ। দেশজুড়ে বিভিন্ন স্কুল-কলেজ এমনকি প্রশাসনিক স্তরেও অসংখ্য শো করেন তিনি। 'ইন্ডিয়া ৫৮তম প্রদর্শনী'-তে অলখ নারায়ণের পারফর্মেন্স দেখে তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুও তাঁর প্রশংসা করেন।

অমিতাভ বচ্চন
অলখ নারায়ণের হাতে পুতুলও প্রাণ পায়

তবে এতকিছুর পরও অলখ নারায়ণের আর্জি শোনেনি ভারত সরকার। পুতুলনাচের এই সংস্কৃতিকে আরও প্রোমোট করার জন্য বহুবার সরকারকে উদ্যোগ নিতে বলেছেন শ্রীবাস্তব। কেউ শোনেনি তাঁর কথা।

অমিতাভ বচ্চন
পুতুলনাচের একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে আমাদের দেশে

আরও আশ্চর্যের কথা হল জনপ্রিয় পুতুল 'গুলাবো সিতাবো'-কে নিয়ে যে ছবি তৈরি হচ্ছে, এই কথাটিও জানতে পারেননি অলখ নারায়ণ। ETV ভারতের তরফ থেকেই তাঁকে জানানো হয় সেই তথ্য়।

লক্ষ্ণৌ (উত্তর প্রদেশ) : পুতুল নাচ অর্থাৎ পাপেট শো ও পাপেট মাস্টারদের জীবন নিয়ে ছবি করছেন সুজিত সরকার। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। লক্ষ্ণৌতেই শুরু হয়েছে সেই ছবি 'গুলাবো সিতাবো'-র শুটিং। তবে এই বিষয়ে কিছুই জানেন না ভারতবর্ষে পুতুলনাচের অন্যতম রূপকার ও লক্ষ্ণৌর অধিবাসী অলখ নারায়ণ শ্রীবাস্তব।

১৯৫৮ সাল থেকে পুতুল তৈরি করা শুরু করেন অলখ নারায়ণ। তারপর নৈনী কালচারাল ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে দিল্লি চলে আসেন তিনি। দিল্লিতে তখন সবেমাত্র পুতুলনাচের একটা হাওয়া বইতে শুরু করেছে। ডেপুটি মিনিস্টার জগত মোহন রাইনার স্ত্রী বিমলা রাইনার বিভিন্ন থিয়েটার শোগুলো পুতুলনাচের সংস্কৃতি বিস্তার করতে শুরু করেছে।

অমিতাভ বচ্চন
পুতুল নিয়ে অলখ নারায়ণ

এরপর ধীরে ধীরে পুতুলনাচের রাশ ধরতে শুরু করেন অলখ নারায়ণ। দেশজুড়ে বিভিন্ন স্কুল-কলেজ এমনকি প্রশাসনিক স্তরেও অসংখ্য শো করেন তিনি। 'ইন্ডিয়া ৫৮তম প্রদর্শনী'-তে অলখ নারায়ণের পারফর্মেন্স দেখে তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুও তাঁর প্রশংসা করেন।

অমিতাভ বচ্চন
অলখ নারায়ণের হাতে পুতুলও প্রাণ পায়

তবে এতকিছুর পরও অলখ নারায়ণের আর্জি শোনেনি ভারত সরকার। পুতুলনাচের এই সংস্কৃতিকে আরও প্রোমোট করার জন্য বহুবার সরকারকে উদ্যোগ নিতে বলেছেন শ্রীবাস্তব। কেউ শোনেনি তাঁর কথা।

অমিতাভ বচ্চন
পুতুলনাচের একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে আমাদের দেশে

আরও আশ্চর্যের কথা হল জনপ্রিয় পুতুল 'গুলাবো সিতাবো'-কে নিয়ে যে ছবি তৈরি হচ্ছে, এই কথাটিও জানতে পারেননি অলখ নারায়ণ। ETV ভারতের তরফ থেকেই তাঁকে জানানো হয় সেই তথ্য়।

Intro:Body:Conclusion:
Last Updated : Jun 22, 2019, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.