ETV Bharat / sitara

জম্মু-কাশ্মীরে গিয়ে ছবি করলে প্রযোজক-পরিচালকদের বিশেষ সুবিধা সরকারের - জম্মু-কাশ্মীর বলিউড

জম্মু-কাশ্মীর ও লাদাখকে ফিল্মমেকারদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে বিভিন্ন পরিকল্পনা চলছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দপ্তরে। তার মধ্যে অন্যতম হয়ে উঠেছে একটি 'কর্পোরেট প্যাকেজ'। জম্মু-কাশ্মীর বা লাদাখের বিভিন্ন এলাকায় গিয়ে ছবি তৈরি করলে এই প্যাকেজের মাধ্যমে বিশেষ সুবিধা পাবেন প্রযোজক-পরিচালকরা।

জম্মু-কাশ্মীর বলিউড
author img

By

Published : Aug 21, 2019, 7:22 PM IST

নিউ দিল্লি : এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির বেশ কিছু প্রতিনিধির সঙ্গে নিয়মিত গোলটেবিল বৈঠক চলছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দপ্তরে। জম্মু-কাশ্মীরকে ছবির জগতে আরও জনপ্রিয় করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা ছকে নেওয়া হচ্ছে। ৩৭০ ধারা বিলোপের পর যদিও জম্মু-কাশ্মীর এখন স্পেশাল স্টেটাস থেকে মুক্ত, তবুও এখনও সবাই ততটা কমফর্টেবল নন এলাকায় গিয়ে শুটিং করার ব্যাপারে। তাঁদের উৎসাহিত করতে এই উদ্যোগ।

সমস্ত প্রস্তাবের মধ্যে অন্যতম একটি 'কর্পোরেট প্যাকেজ'। যে সমস্ত প্রযোজনা সংস্থা বা পরিচালক তাঁদের টিম নিয়ে জম্মু-কাশ্মীর বা লাদাখে শুটিং করতে যাবেন, তাঁদের বিশেষ সুবিধা প্রদান করা হবে বলে সূত্রের খবর। শুটিং করার জন্য এই জায়গাকে আরও জনপ্রিয় করার উদ্দেশে এই পরিকল্পনা সরকারের।

আরও পড়ুন : শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত? 'সেক্রেড গেমস'-এর বিরুদ্ধে কেস BJP-র

প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে আরও একটি হল ওই এলাকায় রেডিয়ো স্টেশন তৈরি করা। বর্তমানে কয়েকটি প্রাইভেট FM চ্যানেল কাজ করছে উপত্যকায়।

আরও পড়ুন : সম্পূর্ণ সুস্থ, হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

১৯৯০ সালের পর থেকে প্রায় কোনও শুটিং পার্টিই আর কাজ করতে চায় না জম্মু-কাশ্মীর বা লাদাখের মতো স্বর্গীয় জায়গায়। রাজনৈতিক অশান্তি, মিলিটারিদের হস্তক্ষেপ তার অন্যতম কারণ। সরকারের এই নতুন নতুন প্ল্যান কি গ্রহণযোগ্য করবে কাশ্মীরকে? উত্তর দেবে সময়।

নিউ দিল্লি : এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির বেশ কিছু প্রতিনিধির সঙ্গে নিয়মিত গোলটেবিল বৈঠক চলছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দপ্তরে। জম্মু-কাশ্মীরকে ছবির জগতে আরও জনপ্রিয় করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা ছকে নেওয়া হচ্ছে। ৩৭০ ধারা বিলোপের পর যদিও জম্মু-কাশ্মীর এখন স্পেশাল স্টেটাস থেকে মুক্ত, তবুও এখনও সবাই ততটা কমফর্টেবল নন এলাকায় গিয়ে শুটিং করার ব্যাপারে। তাঁদের উৎসাহিত করতে এই উদ্যোগ।

সমস্ত প্রস্তাবের মধ্যে অন্যতম একটি 'কর্পোরেট প্যাকেজ'। যে সমস্ত প্রযোজনা সংস্থা বা পরিচালক তাঁদের টিম নিয়ে জম্মু-কাশ্মীর বা লাদাখে শুটিং করতে যাবেন, তাঁদের বিশেষ সুবিধা প্রদান করা হবে বলে সূত্রের খবর। শুটিং করার জন্য এই জায়গাকে আরও জনপ্রিয় করার উদ্দেশে এই পরিকল্পনা সরকারের।

আরও পড়ুন : শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত? 'সেক্রেড গেমস'-এর বিরুদ্ধে কেস BJP-র

প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে আরও একটি হল ওই এলাকায় রেডিয়ো স্টেশন তৈরি করা। বর্তমানে কয়েকটি প্রাইভেট FM চ্যানেল কাজ করছে উপত্যকায়।

আরও পড়ুন : সম্পূর্ণ সুস্থ, হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

১৯৯০ সালের পর থেকে প্রায় কোনও শুটিং পার্টিই আর কাজ করতে চায় না জম্মু-কাশ্মীর বা লাদাখের মতো স্বর্গীয় জায়গায়। রাজনৈতিক অশান্তি, মিলিটারিদের হস্তক্ষেপ তার অন্যতম কারণ। সরকারের এই নতুন নতুন প্ল্যান কি গ্রহণযোগ্য করবে কাশ্মীরকে? উত্তর দেবে সময়।

Intro:Body:

জম্মু-কাশ্মীরে গিয়ে ছবি করলে সরকার বিশেষ সুবিধা দেবে প্রযোজক-পরিচালকদের



জম্মু-কাশ্মীর ও লাদাখকে ফিল্মমেকারদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে বিভিন্ন পরিকল্পনা চলছে  তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দপ্তরে। তার মধ্যে অন্যতম হয়ে উঠেছে একটি 'কর্পোরেট প্যাকেজ'। জম্মু-কাশ্মীর বা লাদাখের বিভিন্ন এলাকায় গিয়ে ছবি তৈরি করলে এই প্যাকেজের মাধ্যমে বিশেষ সুবিধা পাবেন প্রযোজক-পরিচালকরা।



নিউ দিল্লি : এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কিছু প্রতিনিধির সঙ্গে নিয়মিত গোলটেবিল বৈঠক চলছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দপ্তরে। বিভিন্ন পরিকল্পনা ছকে নেওয়া হচ্ছে। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।



সমস্ত প্রস্তাবের মধ্যে অন্যতম একটি 'কর্পোরেট প্যাকেজ'। যে সমস্ত প্রযোজনা সংস্থা বা পরিচালক তাঁদের টিম নিয়ে জম্মু-কাশ্মীর বা লাদাখে শুটিং করতে যাবেন, তাঁদের বিশেষ সুবিধা প্রদান করা হবে বলে সূত্রের খবর। শুটিং করার জন্য এই জায়গাকে আরও জনপ্রিয় করার উদ্দেশে এই পরিকল্পনা সরকারের।



প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে আরও একটি হল ওই এলাকায় রেডিয়ো স্টেশন তৈরি করা। বর্তমানে কয়েকটি প্রাইভেট FM চ্যানেল কাজ করছে উপত্যকায়।



১৯৯০ সালের পর থেকে প্রায় কোনও শুটিং পার্টিই আর কাজ করতে চায় না জম্মু-কাশ্মীর বা লাদাখের মতো স্বর্গীয় জায়গায়। রাজনৈতিক অশান্তি, মিলিটারিদের হস্তক্ষেপ তার অন্যতম কারণ। সরকারের এই নতুন নতুন প্ল্যান কি গ্রহণযোগ্য করবে কাশ্মীরকে? উত্তর দেবে সময়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.