মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইনায়া খেমু । তার অ্যাক্টিভিটি ভাইরাল হয় ইনস্টাগ্রামে । এবার ফ্যামিলি ট্রি এঁকে তাক লাগিয়ে দিল ছোট্ট ইনায়া । সেই ছবি শেয়ার করলেন মামী করিনা কাপুর খান ।
'মাই ফ্যামিলি' লিখে একটা বড় চার্ট পেপারে ছবি আটকে আটকে ফ্যামিলি ট্রি তৈরি করেছে সে । বাবা কুনাল খেমু আর মা সোহা আলি খানের পরিবারকে সারিবদ্ধভাবে ফুটিয়ে তুলেছে ইনায়া ।
মায়ের তরফে মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের ছবি ও বাবার তরফে রবি খেমু ও জ্যোতি খেমুর ছবি । রয়েছে মামা-মামী-মাসি-পিসির ছবিও । ফ্যামিলি ট্রিতে জায়গা করে নিয়েছে সারা-ইব্রাহিম-তইমুর ।
করিনা কাপুর সেই ফ্যামিলি ট্রি শেয়ার করে ক্যামশনে লিখেছেন, "আমার সুন্দর ভাগ্নী । ফ্যামিলি ফরএভার ।" দেখে নিন সেই পোস্ট..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">