ETV Bharat / sitara

রিয়ার বাবা-মাকে তলব, দিল্লিতে সুশান্তের বাবার সঙ্গে দেখা করবে CBI

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এবার CBI-এর তরফে তলব করা হল রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ ও মা সন্ধ্যাকে ।

sdf
df
author img

By

Published : Sep 1, 2020, 11:47 AM IST

Updated : Sep 1, 2020, 1:36 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এবার CBI-এর তরফে তলব করা হল রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ ও মা সন্ধ্যাকে । আজই হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের । পাশাপাশি দিল্লিতে আজ সুশান্তের বাবার সঙ্গে দেখা করবেন তদন্তকারীরা ।

কয়েকদিন ধরে রিয়া ও তাঁর ভাই সৌভিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । গতকালও ভাইয়ের সঙ্গে DRDO-র অতিথিশালায় হাজিরা দিয়েছিলেন রিয়া । টানা 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের । এছাড়া গতকাল ফের ডেকে পাঠানো হয় সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি ও দিদি মিতু সিংকে । সূত্রের খবর, রিয়া ও মিতুকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

জিজ্ঞাসাবাদের জন্য 28 অগাস্ট প্রথমবার CBI-এর তরফে তলব করা হয়েছিল রিয়া ও তাঁর ভাইকে সৌভিককে । ওইদিন টানা 10 ঘণ্টা রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । এরপর 29 অগাস্ট টানা 7 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । CBI সূত্রে জানা গিয়েছে, 28 অগাস্ট রিয়ার বয়ান রেকর্ড করেছিলেন CBI-এর ভারপ্রাপ্ত অফিসার নুপুর প্রসাদ ।

রবিবার প্রায় সাড়ে 8 ঘণ্টা রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । সূত্রের খবর, সুশান্তের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । CBI সূত্রে জানা গিয়েছে, রিয়ার উত্তরে তদন্তকারীরা সন্তুষ্ট হতে পারছিলেন না । আর সেই কারণেই গতকাল ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

গতকাল সকাল সাড়ে 11টা নাগাদ DRDO-র অতিথিশালায় যান রিয়া ও সৌভিক । কয়েক মিনিটের ব্যবধানে সেখানে হাজিরা দেন সিদ্ধার্থ পিঠানি ও শ্রুতি মোদি । এরপর রাত সাড়ে 8টা নাগাদ জিজ্ঞাসাবাদের পর অতিথিশালা থেকে ভাইয়ের সঙ্গে বের হন রিয়া ।

আজ রিয়ার বাবা, মায়ের পাশাপাশি দিল্লিতে সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করবেন CBI অফিসাররা । এছাড়া আজ ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দপ্তরে হাজিরা দেন গোয়ার হোটেল ব্যবয়াসী গৌরব আর্য । গতকাল তাঁকে টানা 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । তাঁর সঙ্গেই রিয়ার মাদক সংক্রান্ত চ্যাট কয়েকদিন আগে ফাঁস হয়েছিল । গৌরবের সঙ্গে মাদক পাচার এবং সরবরাহর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এবার CBI-এর তরফে তলব করা হল রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ ও মা সন্ধ্যাকে । আজই হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের । পাশাপাশি দিল্লিতে আজ সুশান্তের বাবার সঙ্গে দেখা করবেন তদন্তকারীরা ।

কয়েকদিন ধরে রিয়া ও তাঁর ভাই সৌভিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । গতকালও ভাইয়ের সঙ্গে DRDO-র অতিথিশালায় হাজিরা দিয়েছিলেন রিয়া । টানা 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের । এছাড়া গতকাল ফের ডেকে পাঠানো হয় সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি ও দিদি মিতু সিংকে । সূত্রের খবর, রিয়া ও মিতুকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

জিজ্ঞাসাবাদের জন্য 28 অগাস্ট প্রথমবার CBI-এর তরফে তলব করা হয়েছিল রিয়া ও তাঁর ভাইকে সৌভিককে । ওইদিন টানা 10 ঘণ্টা রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । এরপর 29 অগাস্ট টানা 7 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । CBI সূত্রে জানা গিয়েছে, 28 অগাস্ট রিয়ার বয়ান রেকর্ড করেছিলেন CBI-এর ভারপ্রাপ্ত অফিসার নুপুর প্রসাদ ।

রবিবার প্রায় সাড়ে 8 ঘণ্টা রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । সূত্রের খবর, সুশান্তের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । CBI সূত্রে জানা গিয়েছে, রিয়ার উত্তরে তদন্তকারীরা সন্তুষ্ট হতে পারছিলেন না । আর সেই কারণেই গতকাল ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

গতকাল সকাল সাড়ে 11টা নাগাদ DRDO-র অতিথিশালায় যান রিয়া ও সৌভিক । কয়েক মিনিটের ব্যবধানে সেখানে হাজিরা দেন সিদ্ধার্থ পিঠানি ও শ্রুতি মোদি । এরপর রাত সাড়ে 8টা নাগাদ জিজ্ঞাসাবাদের পর অতিথিশালা থেকে ভাইয়ের সঙ্গে বের হন রিয়া ।

আজ রিয়ার বাবা, মায়ের পাশাপাশি দিল্লিতে সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করবেন CBI অফিসাররা । এছাড়া আজ ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দপ্তরে হাজিরা দেন গোয়ার হোটেল ব্যবয়াসী গৌরব আর্য । গতকাল তাঁকে টানা 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । তাঁর সঙ্গেই রিয়ার মাদক সংক্রান্ত চ্যাট কয়েকদিন আগে ফাঁস হয়েছিল । গৌরবের সঙ্গে মাদক পাচার এবং সরবরাহর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

Last Updated : Sep 1, 2020, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.